সব ঠিকঠাকঠিক থাকলে আগামীকাল থেকেই টালা ব্রিজ দিয়ে সব রকমের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। তারপরেই শুরু হয়ে যাবে টালা ব্রিজ ভাঙার কাজ। পাশাপাশি টালা ব্রিজের (Tallah Bridge) নকশা বদল হতে চলেছে। রেলের আপত্তিতেই এই নকশা বদল করছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে নতুন টালা ব্রিজের নকশা পাঠানো হয়েছিল রেলের অনুমোদনের জন্য। সেই নকশা দেখে আপত্তি জানিয়েছিল রেল। এখন জানা যাচ্ছে, রাজ্য সরকার রেলের সেই আপত্তির মান্যতা দিয়ে নকশায় বদল ঘটাতে পারে। বৃহস্পতিবার বেলাতেই সেই বিষয় নিয়ে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যসচিব, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার, রেলের ডিআরএম সহ দুই তরফের আধিকারিকেরা।
মাঝেরহাট সেতু বিপর্যয়ের পরে রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার প্রায় সব সেতুরই স্বাস্থ্যপরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরীক্ষাতেই দেখা যায় এই সেতুটি যে কোনও দিন ভেঙে পড়তে পারে। এরপরই কার্যত তড়িঘড়ি করে এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় এই সেতু ভেঙে নতুন সেতু গড়বে রাজ্য সরকার। টালা ব্রিজের নীচেই রয়েছে রেললাইন। মূলত টালা ইয়ার্ডের লাইন ও চক্ররেলের লাইন গিয়েছে এই সেতুর নীচ দিয়ে। সেতুর যে অংশটি রেললাইনের ওপর দিয়ে গিয়েছে তা দেখভাল করার কথা রেলের। কিন্তু রেলও এই সেতুর দেখভাল না করায় সেতুর এই অংশটিই এখন চূড়ান্ত বিপজ্জনক।