এলওসি বরাবর আক্রমণই হোক বা ভারতীয় সেনাদের উপর হামলা। পাকিস্তানের মদতে চলা সকল সন্ত্রাসবাদী কার্যকলাপকে মোদি সরকারের পাল্টা শিক্ষা দেওয়ার ধারাবাহিকতা বজায় থাকবে বলেই মনে হয়। কারণ বিদায়ী সেনাপ্রধান বিপিন রাওয়াতের যোগ্য উত্তরসূরি হিসেবে নতুন সেনা প্রধান মনোজ মুকুন্দ নারওয়ান প্রায় একই ভাষায় কথা বলেছেন ।
মঙ্গলবার দায়িত্ব নিয়েই সেনাপ্রধান বলেন, অতীত ইতিহাস ভেবে দেখলে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতের পূর্ব সতর্কতামূলক হামলা চালানোর পূর্ণ অধিকার রয়েছে ।
মঙ্গলবার সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক ঘন্টা পরে জেনারেল মনোজ মুকুন্দ নারওয়ান এক সাক্ষাৎকারে বলেছিলেন যে সন্ত্রাসবাদী হুমকির উৎসগুলিতে নিজেদের র প্রয়োজনেই আবারও আঘাত হানবে ভারত ।
তিনি বলেন, “পাকিস্তান যদি রাষ্ট্রীয়-মদতপুষ্ট সন্ত্রাসবাদের নীতি বন্ধ না করে, তবে আমাদের এমন পরিস্থিতিতে সার্জিক্যাল স্ট্রাইক এবং বালাকোট অভিযানের মত একাধিক পদক্ষেপ নিতে হবে ।
তার এই বক্তব্য প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “নিয়ন্ত্রণের রেখা পার হয়ে সতর্কতা হিসাবে আমরা ভারতের নতুন সেনাপ্রধানের পাকিস্তান-অধিকৃত কাশ্মীর আক্রমণ করার দায়িত্বজ্ঞানহীন বক্তব্যকে প্রত্যাখ্যান করি। পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ভারতের আগ্রাসী পদক্ষেপ ব্যর্থ করার পক্ষে পাকিস্তানও দৃঢ় সংকল্পবদ্ধ। এবং প্রস্তুতি সম্পর্কে কোনও সন্দেহ থাকা ভারতের উচিত নয় বলে পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয় পাক সেনার তরফে ।