আজ সন্ধের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। একাধিক জায়গায় হতে পারে শিলা বৃষ্টিও।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে এমনিতেই পারদ উর্দ্ধমুখী শহর কলকাতায়। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। নতুন বছরের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। বৃষ্টির জেরেই বাড়বে সর্বনিম্ন তাপমাত্রাও। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী রবিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গত কয়েকদিনের হাড়কাঁপানো ঠান্ডা থেকে আপাতত রেহাই। পশ্চিমী ঝঞ্ঝার জেরে খানিকটা ঊর্ধ্বমুখী পারদ। তবে জাঁকিয়ে শীত আর পড়বে না ভাবলে কিন্তু ভুল হবে। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির রেশ কেটে গেলেই নতুন করে রাজ্যে নামতে শুরু করবে পারদ। এমনকী এরই মধ্যে আগামিকাল ও পরশু দার্জিলিং ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস হাওয়া অফিসের।
বৃহস্পতিবার বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ রাজ্যজুড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। রবিবার থেকে দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ দেখা যাবে। একইসঙ্গে শীতপ্রেমীদের আশ্বস্ত করে হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী সপ্তাহের শুরু থেকেই নতুন করে ফের নামবে পারদ।
এদিকে, আকাশ মেঘলা থাকায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ একলাফে ৩ ডিগ্রি বেড়ে গিয়েছে । কলকাতায় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি ওপরে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতের জেরে রাজ্যে বৃষ্টির পরিস্থি্তি। পশ্চিমের জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস ।
উত্তর-পশ্চিমের ঠান্ডা হওয়ার সঙ্গে সাগর থেকে আসা পূবালী জলীয় বাষ্প, গরম হাওয়ার সংঘাতেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়। বৃহস্পতিবার সন্ধে থেকে বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের দিকে হালকা বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্যে মেঘলা আকাশ থাকবে । শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলায় আগামিকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এমনকী বেশ কয়েকটি এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
সিকিম ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তুষারপাতের জেরে সংলগ্ন এলাকাগুলিতে জাঁকিয়ে ঠান্ডা পড়ারও ইঙ্গিত হাওয়া অফিসের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবিবার থেকে পরিষ্কার আকাশ দেখা যাবে । আর তাই আগামী সপ্তাহের শুরু থেকেই নতুন করে ফের পারদ নামার ইঙ্গিত। আরও একবার জাঁকিয়ে শীত পড়তে পারে রাজ্যে।