বর্ষবরণের রাত সামাল দিতে প্রস্তুত মেট্রো রেল। মঙ্গলবার বছরের শেষ দিনে উৎসবমুখর তিলোত্তমা কলকাতা (Kolkata)। পার্ক স্ট্রিট-সহ কলকাতার বিভিন্ন এলাকায় সারারাত ধরে চলবে সেলিব্রেশন। স্বাভাবিকভাবেই আজ পথেই জনজোয়ার। তাই বর্ষশেষের ভিড় সামাল দিতে অন্যান্য বছরের মতো এদিন বেশি রাত পর্যন্ত ট্রেন চালাবে মেট্রো রেল (Metro Rail)। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের দিন হওয়ায় আজ মঙ্গলবার ট্রেন চলাচল শুরু হবে অন্যদিনের মতই সকাল ৬.৪৫ মিনিটে। যদিও দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটের পরিবর্তে রাত ১০টা ৪৫ মিনিটে।পাশাপাশি, আজ বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও।
সাধারণ কাজের দিনে যেখানে আপ-ডাউন মিলিয়ে ২৮৮টি ট্রেন চালানো হয়, সেই জায়গায় আজ ২৯৬টি ট্রেন (১৪৮ টি করে আপ ও ডাউন) চালানো হবে। তার মধ্যে নোয়াপাড়া থেকে ছাড়বে ৬২টি ট্রেন।নোয়াপাড়া পর্যন্ত যাবে ৬৩টি ট্রেন। বড়দিনের মতোই ভিড় সামাল দিতে বাড়তি কর্মীদের আজ কাজ করার নির্দেশ দিয়েছে মেট্রো।পুজোর সময় তো একই ভাবে ভোররাত পর্যন্ত ট্রেন চালায় মেট্রো রেল কর্তৃপক্ষ।বছরের শেষ দিনেও এবার তেমনি ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই ভিড়ের চাপ সামলাতে আঁটোসাঁটো নিরাপত্তা থাকছে পাতালপথে।
2019-12-31