নতুন বছরের শুরুতেই মধ্যবিত্তদের জন্য সুখবর| গৃহঋণ ও ক্ষুদ্র ব্যবসায় দেওয়া ঋণে সুদের হার কমাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)| নতুন বছরের প্রথম দিন, ১ জানুয়ারি থেকেই সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে এসবিআই| সুদের হার কমে হচ্ছে ৭.৯ শতাংশ| এসবিআই-এর পক্ষ থেকে বিবৃতি মারফত জানানো হয়েছে, পরিবর্তিত সুদের হার ৭.৯ শতাংশ করা হচ্ছে| এখনও পর্যন্ত যে সুদ গুণতে হয় ৮.১৫ শতাংশ হারে|চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত মোট পাঁচবার রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)| অর্থনৈতিক বিষেষজ্ঞরা আগেই মনে করেছিলেন, গৃহঋণ ও ক্ষুদ্র ব্যবসায় দেওয়া ঋণ কমাতে পারে এসবিআই| অবশেষে সেটাই হল গৃহঋণ ও ক্ষুদ্র ব্যবসায় দেওয়া ঋণে সুদের হার কমাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)|
2019-12-31