জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানে পাকিস্তানের (Pakistan) বিমান হামলার পর, এখন ভারতও প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু করেছে। ভারত লাহোর (Lahore) এবং শিয়ালকোটে বিমান হামলা চালিয়েছে, ড্রোন হামলা হয়েছে ইসলামাবাদ, করাচিতেও। বৃহস্পতিবার রাতেই পাকিস্তান জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের অনেক এলাকায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আক্রমণ করেছিল। ভারত পাকিস্তানের বিমান হামলা বানচাল করে দিয়েছে। তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের সাতওয়ারি, সাম্বা, আরএস পুরা এবং আরনিয়ায় আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এবং বায়ুসেনা গুলি করে নামায় পাকিস্তানের f16। উধমপুরে ভারতীয় বিমান প্রতিরক্ষা বাহিনী একটি পাকিস্তানি ড্রোন আটক করার সময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিবার রাতে জম্মু, পাঠানকোট, বারামুলা, উধমপুর, জয়সলমীর, বিকানেরে হামলা চালায় পাকিস্তান। জম্মু ও পাঞ্জাবের একাধিক স্থানে ইসলামাবাদের হামলার পর ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের এফ-১৬ বিমান নামিয়ে আনে। উধমপুরে ড্রোন হামলাও ব্যর্থ করেছে সেনাবাহিনী এবং আখনুরেও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।এদিন পাকিস্তান একইসঙ্গে বিমানবন্দর সহ জম্মুর বেশ কয়েকটি স্থানে আক্রমণ করেছে।
বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে জম্মুতে রকেটও ছোড়া হয়েছে।একটি ড্রোন জম্মু সিভিল বিমানবন্দরে আঘাত হানে, যার ফলে যুদ্ধবিমানগুলি পাল্টা আক্রমণ চালাতে বাধ্য হয়। ভারত তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে, যা সফলভাবে আগত রকেটগুলিকে প্রতিহত করে। জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরনিয়া এবং কাছাকাছি এলাকায় এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আটটি পাকিস্তানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। জম্মু বিশ্ববিদ্যালয়ের কাছে দুটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়।
জম্মুর পাশাপাশি জয়সলমীরেও আঘাত হানল দুর্বৃত্ত পাকিস্তান। তবে পাকিস্তানের ৭০টি ড্রোন আক্রমণ করলেও বুক চিতিয়ে লড়ল ভারতের বীর বায়ুসেনা! মান্ত এলাকা, রাজস্থান জম্মু কাশ্মীরে পাকিস্তানের আক্রমণের পরে ভারত উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল। তবে পাক মিসাইলকে কোনও ক্ষতি করতে দেয়নি ভারতীয় সেনা। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম বীর বিক্রমে বুক চিতিয়ে লড়ছে। পাক আক্রমণের পরে ব্ল্যাক আউট চলছে জয়সলমীরে। একই অবস্থা বিকানের, যোধপুরেও। জম্মুতে অন্ধকার, বলা হচ্ছে কমপ্লিট ব্ল্যাকআউট। তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সেখানে। বম্বিং হচ্ছে। শেলিং হচ্ছে।

