বিশ্ব

জানুয়ারি

১— ব্রাজিলের নয়া প্রেসিডেন্ট হলেন দক্ষিণপন্থী ‘প্রো গান’ জোয়ান বলসোনারো।

৩— নয়া ইউএস কংগ্রেস তৈরি।

৫— শ্রীলঙ্কার নির্বাচন|

ফেব্রুয়ারি

১৮-২১ পাকিস্তানে চরবৃত্তির দায়ে মৃত্যুদন্ডাজ্ঞাপ্রাপ্ত প্রাক্তন ভারতীয় নৌসেনা কুলভূষণ যাদবকে নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শুনানী|

২৯— ইওরোপীয় ইউনিয়ন ত্যাগ ইউকে-র।

মার্চ

২৯— কলকাতা-ঢাকা (ভায়া গুয়াহাটি) ক্রুজ।

ব্যাটম্যনের ৮০ বছর

এপ্রিল

১৫- ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় নোত্র দাম। ভেঙে পড়েছিল গির্জার ধাতব মিনারের চূড়াটি। বহু মূল্যবান শিল্পকর্ম পুড়ে ছাই হয়ে যায় আগুনে।

মে

২- ঐতিহ্যমণ্ডিত জাপানের রাজবংশের দু’শো বছরের প্রাচীন প্রথা ভেঙে স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করলেন জাপানের সম্রাট আকিহিতো(৮৩)। এর আগে কোনও সম্রাট স্বেচ্ছায় পদত্যাগ করেননি।

২০- ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির হান্টিংটন হলে ১৩০ বছর ধরে রাখা এক কিলোগ্রামের মাপ বদলে গেল বিশ্ব মেট্রোলজি দিবস থেকে।

৩০— ইংলন্ড ও ওয়েলসে বিশ্ব কাপ ক্রিকেট শুরু।

২৩-২৬— ২৭ সদস্যবিশিষ্ট ইওরোপীয় ইউনিয়নে সংসদের ভোট।

প্রথম ৫জি ফোন চালু ইউকে-তে।

জুন

৪— চিনে তিয়েনানমেন স্কোয়ারে গণহত্যার তিন দশক পূর্তি।

২৮—জাপানে প্রথম অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক রাষ্ট্রগুলোর জি২০ সম্মেলন।

জুলাই

১— নয়া নিয়মে শুরু উইম্বলডন।

সেপ্টেম্বর

১— দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আট দশক পূর্তি বিভিন্ন শহরে।

২৬- প্রয়াত হলেন প্যারিসের সাবেক মেয়র, সাবেক ফরাসি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি জ্যাক শিরাক (৮৬)।

অক্টোবর

৭— চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন যৌথভাবে উইলিয়াম কায়েলিন জুনিয়র, স্যার পিটার জে. র‍্যাটক্লিফ ও গ্রেগ এল. সেমেনজা।

৮— যৌথভাবে জিম পিবল্‌স, মিশেল মাইয়র ও দিদিয়ে কেলোজকে পদার্থবিজ্ঞানে পেলেন নোবেল পুরস্কার।

৯— রসায়নে নোবেল পুরস্কার আকিরা ইওশিনো, এম স্ট্যানলি হুইটিঙ্ঘাম এবং জন বি গুডএনাফকে।

১০— সাহিত্যে নোবেল পুরস্কার পিটার হান্ডকে।

১৪— অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, তাঁর স্ত্রী এসথার ডুফলো এবং মাইকেল ক্রেমার।

১৪— ‘দি টেস্টামেন্ট’-এর জন্য মার্গারেট অ্যাটউড এবং ‘গার্ল, ওম্যান, আদার্স’-এর জন্য বুকার পুরস্কার জিতলেন বার্নাডিন এভারিষ্টো।

২১— কানাডার নিম্নকক্ষে ৩৩৮ আসনে ভোট।

২৪— মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে ১৫৭টি আসনে জয় লাভ করে মহারাষ্ট্র-শিবসেনা জুটি।

কোনও দলই সরকার না গড়তে পারায় সেখানে রাষ্ট্রপতির শাসন জারি হয়।

২৭— আর্জেন্টিনার প্রেসিডেন্ট এবং সংসদ সদস্য নির্বাচন।

৩১— ইওরোপীয় কমিশনের নয়া প্রেসিডেন্ট।

নভেম্বর

ডিসেম্বর

৮— বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে চলে আসা নির্যাতিত সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য আইন সংশোধন করতে একটি বিল লোকসভায় পাশ হয়।

১০— স্টকহোমে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান।

১১- স্বাধীন রাষ্ট্র হল বুগেনভিল। ২০০১-এর দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে জনমতের ৯৮.৩১ শতাংশ ভোটের ভিত্তিতে বুগেনভিল বেড়িয়ে এল পাপুয়া নিউগিনি থেকে।

১২— ইউকে-র নির্বাচনে হাউস অফ কমনসে লেবার পার্টির ভরাডুবি। ৮০ শতাংশ আসন কনজারভেটিভ পার্টির। নয়া নেতা বরিস জনসন।

ভারত—

জানুয়ারি

৪-সুপ্রিম কোর্টে অযোধ্যার রামমন্দির নিয়ে শুনানী|

১৫- প্রয়াগরাজে শুরু হল অর্ধ কুম্ভমেলা|

২২- সবরীমালা রিভিউ আবেদন|

২৯- সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন সাংসদ (১৯৯৬-২০১০)প্রাক্তন রেলমন্ত্রী(১৯৮৯-১৯৯০) এবং প্রতিরক্ষা মন্ত্রী(১৯৯৮-২০০১,২০০১-২০০৪) জর্জ ফার্নান্ডেজ (৮৮)।

ভারতে প্রথম কস্টিউম মিউজিয়াম চালু গোয়ায়|

ফেব্রুয়ারি

এপ্রিল

১১- শুরু হয় ভারতের জাতীয় নির্বাচনের প্রথম ধাপ। প্রথম ধাপে কয়েক কোটি ভারতীয় দেশটির ২০ টি রাজ্য ও কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১ টি আসনে ভোট দেন।

মে

১৯- সংসদের নিম্ন কক্ষ বা লোকসভার নতুন সংসদ গঠনের উদ্দেশ্যে সাত ধাপের এই ভোট উৎসব চলে এ দিন পর্যন্ত।

২৪- সাধারণ নির্বাচনে বিজেপির বিপুল জয়|

জুন

১০- প্রয়াত হলেন অভিনেতা, নাট্যকার, সাহিত্যিক গিরিশ কারনাড (৮১)|

জুলাই

২০- প্রয়াত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেরালার প্রাক্তন গভর্নর, প্রাক্তন সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী, প্রাক্তন সাংসদ, দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি শিলা দীক্ষিত (৮১)|

২১- প্রয়াত হলেন লোকসভার প্রাক্তন সদস্য ও বিহার বিধানসভার প্রাক্তন বিধায়ক এ কে রায় (৮৪)|

আগস্ট

৫- কাশ্মীরে সংবিধানের ৩৭০ ও ৩৫ (ক) ধারা বিলোপ|

৬- হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, ভারতের সরকারের প্রাক্তন মন্ত্রী ও লোকসভার বিরোধীদলীয় নেত্রী সুষমা স্বরাজ(৬৭)।

১৫- মারা গেলেন বিগত দিনের অভিনেত্রী বিদ্যা সিনহা|

২১— ৭৪ বছর বয়সী পি চিদম্বরমকে সিবিআই গ্রেফতার তিহাড় জেলে বন্দি হন তিনি।

২৩- তিন তালাক বিল নিয়ে কেন্দ্রকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। ২০১৯ সালের মুসলিম মহিলা (বিবাহ অধিকার রক্ষা) আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে করা এক আবেদনের ভিত্তিতে ওই নোটিস জারি করা হয়।

২৪- প্রয়াত হলেন ভারতীয় রাজনীতিবিদ, ভারতের প্রাক্তন অর্থ, আইন ও বিচার এবং প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি (৬৬)|

সেপ্টেম্বর

অক্টোবর

১৮— INX মিডিয়া মামলায় চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট সিবিআই-এর|

২২- মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন|

২৪- মহারাষ্ট্রের ফলপ্রকাশ|

২৫- কর্তারপুর করিডোর দিয়ে ভারতীয় শিখদের পাকিস্তানে শিখ তীর্থক্ষেত্র দরবার সাহিবে যাওয়ার জন্য পাকিস্তানের সাথে ভারতের সমঝোতাচুক্তি স্বাক্ষরিত হলো ‘জিরো পয়েন্টে’।

নভেম্বর

৮— নির্ভয়াকান্ডে অভিযুক্ত বিনয় শর্মা দিল্লি সরকারের কাছে প্রাণভিক্ষা করে। ২০১২ সালের ১৬ ডিসেম্বর চলন্ত বাসে গণধর্ষিতা হয় প্যারামেডিক্যালের পড়ুয়া নির্ভয়া। ২০১৪-র ১৩ মার্চ দিল্লি হাইকোর্ট বিনয়-সহ চার অপরাধীর মৃত্যুদন্ড বহাল রাখে।

৯- চালু হল কর্তারপুর করিডর|

৯- অযোধ্যায় বিতর্কিত ধর্মীয় স্থানটিতে একটি মন্দির বানানোর পক্ষেই রায় দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেয়।

২৬- সংবিধানের ৭০ তম বর্ষ উপলক্ষে সংসদের যৌথ অভিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

২৭— চিদম্বরমের সঙ্গে দেখা করতে দিল্লির তিহাড় সংশোধনাগারে যান রাহুল ও প্রিয়াঙ্কা।

২৩— বেশিরভাগ সংবাদপত্রে প্রথম পাতার বড় খবর ছিল যে মহারাষ্ট্রে বিজেপি বিরোধী জোট হয়তো সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেবে। কিন্তু মুম্বাইয়ের রাজভবনে বিজেপি নেতা দেভেন্দ্র ফাডনবিশ আবারও মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়ে ফেলেন।

২৮— মহারাষ্ট্রের নাটকীয় টালবাহানার পর অবশেষে মুখ্যমন্ত্রীর আসনে বসেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। আসন দখলের এই লড়াইকে কেন্দ্র করে প্রাক্তন জোটসঙ্গী বিজেপির সঙ্গেও সম্পর্ক তিক্ত হয়। কিন্তু সব কিছুকে পিছনে ফেলে সৌজন্য সাক্ষাত্‍ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

ডিসেম্বর

২— নির্ভয়াকান্ডে অভিযুক্ত বিনয়ের আর্জি খারিজ করেন দিল্লির উপরাজ্যপাল।

৪— ১০৫ দিন হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরম।

১১— নানাবতী মেহতা কমিশন ২০০২-এর গুজরাত দাঙ্গার অভিযোগ থেকে পুরো ছাড় দেয় প্রধানমন্ত্রী মোদীকে।

১১— রাজ্যসভায় ১২৫-৯৯ ভোটে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ।

১১— অসমে সেনা-কার্ফু, ত্রিপুরায় প্রতিরোধ।

১৩— পশ্চিমবঙ্গ ছাড়া দিল্লি, পঞ্জাব, ছত্তিশগঢ়, কেরল ও মধ্যপ্রদেশ সরকার জানাল তারা নাগরিকত্ব আইন মানবে না।

১৪— এনআরসি আতঙ্কে নাগরিক সংশোধনী বিল বা ক্যাবের বিরোধিতায় গত ধরে উত্তপ্ত প্রতিবেশী রাজ্য আসামের একাধিক জায়গা।। শুক্রবার সেই উত্তেজনারই ঝলকানি দেখলো রাজ্যের রাজধানী।

১৭- অভিনেতা শ্রীরাম লাগুর জীবনাবসান|

১৮— নির্ভয়াকান্ডে মৃত্যুদন্ডের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে।

২০- উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের দিল্লির তিস হাজারি আদালতে যাবজ্জীবন কারাবাসের সাজা হল|

পশ্চিমবঙ্গ

জানুয়ারি

৩- প্রয়াত হলেন বিশিষ্ট লেখক দিব্যেন্দু পালিত (৭৯)|

১৯- প্রয়াত হলেন সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপক বিশিষ্ট লেখক অতীন বন্দ্যোপাধ্যায় (৮৫)।

মার্চ

১৭- প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা চিন্ময় রায় (৭৭)|

জুন

৩- হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন চলচ্চিত্র অভিনেত্রী ও গায়িকা রুমা গুহ ঠাকুরতা (৮৪)|

২৯- প্রয়াত হলেন রাজনীতিবিদ-সাহিত্যিক, প্রাক্তন বিধায়ক, আনন্দ পুরস্কার প্রাপক সন্তোষ রানা (৭৬)।

জুলাই

১৭- প্রয়াত হলেন অভিনেতা স্বরূপ দত্ত|

২৬- প্রয়াত হলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার প্রাক্তন সভাপতি সুকুমার বন্দ্যোপাধ্যায় (৯৫)|

২০- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাম ছাত্রদের বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অগ্নিগর্ভ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে উদ্ধার করেন রাজ্যপাল জগদীপ ধনকর|

নভেম্বর

৭- প্রয়াত হলেন নবনীতা দেবসেন (৮১)|

৯- মধ্যরাতেই বাংলা-বাংলাদেশের সুন্দরবনে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বুলবুল। প্রভাব পড়ে সারা শহর জুড়ে।

২৪- প্রয়াত হলেন প্রাক্তন মন্ত্রী তথা আরএসপি-র সর্বভারতীয় সভাপতি ক্ষিতি গোস্বামী (৭৬)|

২৬ নভেম্বর- সংবিধান প্রণয়নের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন নিয়ে রাজভবন-বিধানসভার ঠান্ডা লড়াই| স্পিকার বলেন, ”আমাদের এই বিশেষ অধিবেশন। রাজ্যপাল জগদীপ ধনখড়, রাজ্যের প্রাক্তন তিন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, এম কে নারায়ণন ও শ্যামল সেন, লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার, প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এই অধিবেশনে আমন্ত্রিত ছিলেন।“

ডিসেম্বর

১০— রাজ্যের উচ্চশিক্ষায় রাজ্যপালের অধিকার খর্ব করে বিধানসভায় বিল গৃহিত।

১১— পশ্চিমবঙ্গে এনআরসি’র রূপায়ণ নিয়ে মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহর।

১৩— প্রত্যাহৃত হল পার্শ্বশিক্ষকদের ৩৩ দিনের বিক্ষোভ অবস্থান এবং ২৮ দিনের অনশন।

১৫— বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি বলবত্‍‌ হবে না— এই কথা প্রচারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়যে বিজ্ঞাপনটি করেছেন, তা প্রত্যাহার করে নি ftতে বললেন রাজ্যপাল জগদীপ ধনকর।

অশোক সেনগুপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.