“বছর শেষে রাজ্যে হিংসা দেখেছি, নতুন বছরে শান্তি চাই !” এমনটাই বললেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সোমবার আইসিসিআরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি। রাজ্যপাল বলেন, “চলতি বছরের শেষ দিকটায় রাজ্যে আমি হিংসা দেখেছি। তবে নতুন বছর রাজ্য শান্ত থাকবে বলে আশা করছি।” তিনি আরও বলেন, “রাজ্যে গনতন্ত্র রক্ষা করতে রাজ্য সরকারের সঙ্গে সবার আলোচনা চালানো উচিত বলেও মনে করেন তিনি। সব সমস্যার সমাধান আলোচনার ভিত্তিতে হয়।”
সম্প্রতি, এনআরসি (NRC) ও সিএএ (CAA) নিয়ে রাজ্যে যে হিংসার ঘটনা নিয়ে সরব হন রাজ্যপাল। জগদীপ ধনকড় বলেন, “ট্রেনের কামরা পুড়িয়ে রাজ্যকে অশান্ত করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সম্পত্তি পুড়িয়ে রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করা হয়েছে। ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হয়েছে সম্প্রতি এই হিংসায়। যা কখনই হওয়া উচিত ছিল।” তবে ২০১৯ তাঁর কাছে ভালো কেটেছে বলেও মন্তব্য করেন রাজ্যপাল। তিনি বলেন, “এবছর আমি এই রাজ্যের রাজ্যপাল হয়েছি। ভগবানের আশীর্বাদ না থাকলে এমন সাংস্কৃতিক পূর্ণ রাজ্যের রাজ্যপাল হওয়া যায় না।”