ডেঙ্গির আতঙ্ক মুক্তি। আগামী বছরে ভারতের বাজারে চলে আসছে ভ্য়াকসিন। তবে দেশি নয়, বিদেশী। ডেঙ্গির ভ্যাকসিন তৈরি করেছে জাপানের বিখ্যাত ওষুধ কোম্পানি তাকেদা। হায়দরাবাদের বায়োলজিক্যাল ই নামে এক সংস্থার সহযোগিতায় আনছে তারা।
2/7

নাম, ‘কিডেঙ্গা’। এখন ক্নিনিক ট্রায়াল চলছে। আগামী বছর অর্থাত্ ২০২৬ সালে ভারতের ডেঙ্গির ভ্য়াকসিন ব্যবহারের ছাড়পত্র পাওয়া যাবে। অন্তত তেমনটাই মনে করছে প্রস্তুতকারক সংস্থা।
3/7

এদেশে সরকারি ও বেসরকারি উভয়ক্ষেত্রে একসঙ্গেই এই ভ্যাকসিন চালু করার পরিকল্পনা করা হয়েছে। কাদের দেওয়া হবে? প্রাথমিকভাবে ভারতের টিকাদান কর্মসূচিতে শিশুদের ভ্য়াকসিন দেওয়া হবে। আবার বেসরকারি ক্ষেত্রে প্রাপ্তবষস্করাও টিকা নিতে পারবেন।
4/7

স্রেফ ভারতেই নয়, বিশ্বের ৪০ দেশে এই ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের জন্য আবেদন জানিয়েছে তাকেদা।
5/7

কিডেঙ্গা হল tetravalent live-attenuated vaccine। ভারতের যে প্রজাতির(serotypes)ডেঙ্গি প্রকোপ দেখা যায়, সেই চারটি প্রজাতি প্রতিরোধ করতে কার্যকরী ভূমিকা নেবে এই ভ্যাকসিন।
6/7
