Dengue Vaccine: ডেঙ্গিতে আর ভয় নেই! আগামী বছরই ভারতে আসছে জাপানি ভ্যাকসিন…

 ডেঙ্গির আতঙ্ক মুক্তি। আগামী বছরে ভারতের বাজারে চলে আসছে ভ্য়াকসিন। তবে দেশি নয়, বিদেশী। ডেঙ্গির ভ্যাকসিন তৈরি করেছে জাপানের বিখ্যাত ওষুধ কোম্পানি তাকেদা। হায়দরাবাদের বায়োলজিক্যাল ই নামে এক সংস্থার সহযোগিতায় আনছে তারা।

  

2/7

নাম, ‘কিডেঙ্গা’। এখন ক্নিনিক ট্রায়াল চলছে। আগামী বছর অর্থাত্‍ ২০২৬ সালে ভারতের ডেঙ্গির ভ্য়াকসিন ব্যবহারের ছাড়পত্র পাওয়া যাবে। অন্তত তেমনটাই মনে করছে প্রস্তুতকারক সংস্থা।

3/7

এদেশে সরকারি ও বেসরকারি উভয়ক্ষেত্রে একসঙ্গেই এই ভ্যাকসিন চালু করার পরিকল্পনা করা হয়েছে। কাদের দেওয়া হবে? প্রাথমিকভাবে ভারতের টিকাদান কর্মসূচিতে শিশুদের ভ্য়াকসিন দেওয়া হবে। আবার বেসরকারি ক্ষেত্রে প্রাপ্তবষস্করাও টিকা নিতে পারবেন।

4/7

স্রেফ ভারতেই নয়, বিশ্বের ৪০ দেশে এই ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের জন্য আবেদন জানিয়েছে তাকেদা।

  

5/7

 কিডেঙ্গা হল tetravalent live-attenuated vaccine। ভারতের যে প্রজাতির(serotypes)ডেঙ্গি প্রকোপ দেখা যায়, সেই চারটি প্রজাতি প্রতিরোধ করতে কার্যকরী ভূমিকা নেবে এই ভ্যাকসিন।

  

6/7

তিন মাসের ব্যবধানে ২ ডোজ পদ্ধতিতে এই ভ্যাকসিন নিতে হবে। ভারতের এখনও আসেনি। তবে ডেঙ্গির প্রতিরোধে এই ভ্যাকসিন কিন্তু চালু হয়ে গিয়েছে অনেক দেশেই। শুধু তাই নয়, সারা বিশ্বে এই ভ্যাকসিনের বিক্রি পরিমাণ ১ কোটিরও বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.