জাতীয় স্বার্থে কড়া পদক্ষেপ করল ভারতীয় নৌসেনা| নৌ ঘাঁটি হোক অথবা নৌবহর কোনও জায়গাতেই এবার থেকে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না নৌসেনার কর্মীরা| স্মার্টফোনের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন ধরনের ম্যাসেজিং অ্যাপ, নেটওয়ার্কিং এবং ব্লগিং, কনটেন্ট শেয়ারিং, হোস্টিং এবং ই-কমার্স বাণিজ্যিক ওয়েবসাইট| নিষিদ্ধ সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ প্রভৃতি| ভারতীয় নৌসেনার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নৌ ঘাঁটি, ডকইয়ার্ড এবং অন-বোর্ড যুদ্ধজাহাজে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না নৌবাহিনীর কর্মীরা| চরবৃত্তির অভিযোগে গত ২০ ডিসেম্বর বিশাখাপত্তনম, মুম্বই এবং কর্ণাটকের কারওয়ার থেকে সাতজন ভারতীয় নাবিককে গ্রেফতার করা হয়েছিল| ‘হানি ট্র্যাপ’-এর শিকার হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে| সেই চরবৃত্তির প্রেক্ষিতেই এবার কড়া পদক্ষেপ করল ভারতীয় নৌসেনা| নৌসেনা সূত্রের খবর, এই সিদ্ধান্তের ফলে অস্বস্তি হতে পারে, আমরা তা বুঝতে পারছি| কিন্তু, বৃহত্তর জাতীয় স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে|
2019-12-30