দিন কয়েক আগে কংগ্রেসের (Congress) লোকসভার দলনেতা অধীর চৌধুরীর (Adhir Chowdhry) প্রকাশের অভিযোগ করেছিলেন প্রাপ্ত টাকা তাকে খরচ করতে দিচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন।

রাজ্য প্রশাসনের অসহযোগিতার প্রমাণ হিসেবে কাগজপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছিলেন তিনি। এবার তারই দেখানো পথে হেটে রাজ্য প্রশাসনের প্রতি অসহযোগিতার অভিযোগ আনলেন কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী কথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। শনিবার দুপুরে আচমকাই একটি ফেসবুক পোস্ট করেন তিনি।

সেখানে প্রমাণস্বরূপ একটি সরকারি নথির সঙ্গে একরাশ ক্ষোভ উগরে দেন এই গায়ক রাজনীতিক।

বাবুল সুপ্রিয় (Babul Supriyo) লেখেন, “আসানসোলের জন্য আমার এক লাইনও অসত্য বলার দরকার নেই•মানুষ দেখেছে বছরে মাত্র ৫ কোটি সাংসদ তহবিল নিয়ে আমি কি কাজ করেছি আর কোটি কোটি টাকা নিয়ে কর্পোরেশন কি করেছে – এমনি এমনি তো আপনারা আমাকে দু লক্ষ ভোটে জেতাননি কেন্দ্রের বিভিন্ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা পেয়েও, সব রকমের কর-ও (Tax) বহুগুণ বাড়িয়েও AMC আসানসোলকে পানীয় জল, নিকাশী ব্যবস্থা, পরিষ্কার রাস্তাঘাট, চলার উপযুক্ত ফুটপাথ – কিছুই দিতে পারেনি । আমি যা বলেছি তার সরকারি কাগজ দিলাম – আপনারাই দেখুন !”

২০১৪ সালে প্রথমবার আসানসোল থেকে বিজেপির (BJP) টিকিটে সাংসদ হন বাবুল। তারপর থেকেই সাংসদ তহবিলের টাকা খরচ নিয়ে সংঘাত হয়েছে রাজ্য সরকারের সঙ্গে। ২০১৯ সালে ফের আসানসোল থেকে জয়ী হয়েছেন তিনি। কিন্তু সরকারি প্রশাসন যে তাঁর সঙ্গে এখনও অসহযোগিতা করে চলেছে তার প্রমাণ হিসেবে দিন সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ ব্যক্ত করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

নীল রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.