ভারতীয় ক্রেতাদের কাছে VIVO খুব সহজেই নিজের জায়গা করে নিয়েছে। কেননা অল্প দামে উন্নত ব্যাটারি পরিষেবা দেওয়ার কারণে মধ্যবিত্ত ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই কোম্পানি। কেননা অধিকাংশ মোবাইল প্রেমীদের কাছেই দাম এবং ব্যাটারি বিষয়টি গুরুত্ব পেয়ে থাকে।
এবারে তারা এ দেশের মোবাইল প্রেমীদের জন্য নিয়ে এল এক খুশির খবর। কেননা আগামী ৪ জানুয়ারি ভারতের বাজারে আসতে চলেছে VIVO S1 PRO. সোশ্যাল মিডিয়াতে এমনটাই জানিয়েছে তারা। আগের মাসে ফিলিপাইন্সে এই ফোন লঞ্চ করেছিল জন্য। আর সেখান থেকেই জানানো হয়েছিল খুব তাড়াতাড়ি ভারতের মাটিতে পা রাখবে এই ফোন।
এই ফোনে থাকছে ওয়াটারড্রপ নচ। এছাড়াও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও থাকছে ৬.৩৮ ইঞ্চি ফুল এঈচ ডি ডিসপ্লে। সঙ্গে থাকছে ৪৫০০ এমএএইচ ডিসপ্লে। অনুমান করা হচ্ছে ভারতের বাজারে এই ফোনের দাম খুব একটা বেশী হবে না। কেননা অধিকাংশ মধ্যবিত্ত ক্রেতাদের কাছে যেহেতু এই ফোন বেশ জনপ্রিয় সেই কারণেই দামের বিষয়টি খেয়াল রাখবে কতৃপক্ষ। আর মোবাইল প্রেমীরাও যে এই ফোন কেনার জন্য অপেক্ষা করা শুরু করবে তা বলার অপেক্ষা রাখে না। এই ফোনের আরও একটি বিষয় হল ডায়মন্ড আকৃতির ক্যামেরা সেট আপ রয়েছে এই ফোনের ব্যাকে। যা ক্রেতাদের আকর্ষিত করবে বলে মনে করা হচ্ছে।