রবিবার আর নামল না শহরের পারদ। তবে খুব যে বেড়ে গিয়েছে তাপমাত্রা এমনটাও নয়। কলকাতায় এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬০ শতাংশ।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। শুক্রবার থেকে বৃষ্টি থামতেই শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, যা স্বাভাবিকের থেকে তিন দিগ্রি কম ছিল। এখনও বাতাসে বর্তমান শৈত্য প্রবাহের জের। তাই শনিবার সর্বোচ্চ তাপমাত্রা যেমন স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম ছিল, রবিবারেও তার কোনও পরিবর্তন হয়নি। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রার বৃদ্ধি ০.২ ডিগ্রি, যা শীতের অনুভূতিকে জারি রেখেছে।
গত সপ্তাহে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার মরসুমের শীতলতম দিন ছিল। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ছিল। সেবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। ২৮ ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা গতবারের তুলনায় নেমেছে আরও তিন ডিগ্রি নীচে। ১৮ ডিসেম্বর সর্বনিম্ন পারদ ছিল ১৫.৬ ডিগ্রী। এক ধাক্কায় চার ডিগ্রি নীচে পারদ নেমেছিল। আজ অবশ্য তা হয়নি। বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পর শুক্রবার এক ধাক্কায় তিন ডিগ্রি নেমেছিল পারদ। ১৫ থেকে ১২ হয়েছিল।