পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া| ফলে শীতের কাঁপুনি জারি রয়েছে শহর থেকে জেলা, রাজ্যের সর্বত্রই| রাজ্যে ক্রমশই নামছে তাপমাত্রার পারদ| শুক্রবারের পর শনিবার আবারও নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ| শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস| এখনও পর্যন্ত ২৮ ডিসেম্বরই মরসুমের শীতলতম দিন| আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টা গ্রাম বাংলার বিভিন্ন জেলায় পারদ নামতে পারে আরও ৪-৬ ডিগ্রি পর্যন্ত| শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর|
আপাতত শীতের পথে কোনও বাধা নেই, তাই বর্ষশেষেও বঙ্গবাসীকে কাঁপিয়ে দেবে হিমেল বাতাস| তিলোত্তমার পাশাপাশি জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে জেলাগুলিতে| উত্তরবঙ্গের জেলাগুলি এমনিতেই ঠাণ্ডায় কাঁপছে| ঠাণ্ডার কামড়ে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষজনও| সবমিলিয়ে জাঁকিয়ে শীত কাকে বলে, তা এখন ভালোই টের পাচ্ছেন দক্ষিণবঙ্গের মানুষজন| নতুন বছরের শুরুতে অবশ্য পশ্চিমী ঝঞ্ঝার ফলে ঠাণ্ডা থেকে কিছুটা রেহাই পেতে পারেন মানুষ| নতুন বছরের শুরুতে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে|
কলকাতার তুলনায় জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে দিল্লিতে| শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াস| উত্তর ভারতে চলছে শৈত্যপ্রবাহ| জম্মু ও কাশ্মীর এখন বরফের চাদরে ঢাকা| শ্রীনগরের ডাল লেকের জল জমে বরফ হয়ে গিয়েছে| হিমাচল প্রদেশেও চলছে তুষারপাত| পঞ্জাব, হরিয়ানা এবং উভয় রাজ্যের রাজধানী চণ্ডীগড়েও এখন হাড় হিম করা ঠাণ্ডা|
2019-12-28