উত্তরপ্রদেশে সিএএ বিক্ষোভকারীদের উপর পুলিশি আক্রমণের বিরুদ্ধে নিন্দায় যতই সরব হোক যোগী আদিত্যণাথের বিরুদ্ধ গোষ্ঠী তাতে যে নিজের অবস্থান থেকে এক চুলও সরছেন না যোগী সরকার,তা নিশ্চিত করতেই একটি ট্যুইট করা হয় মুখ্যমন্ত্রী যোগীর সরকারি ট্যুইটার হ্যান্ডেল থেকে।
সেখানে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয় #thegreatcmjogi.কি ছিল সেই বার্তায়? সেখানে লেখা ছিল যে যারা যারা সরকারের ও দেশের বিরুদ্ধাচারণ করবে, সরকারি সম্পত্তির ধ্বংস করবে,তাদের সঙ্গে এমনই আচরণ করা হবে ভবিষ্যতেও।
সরকারের পাল্টা পদক্ষেপ যেভাবে সব বিক্ষোভকারীদের চুপ করিয়েছে, যোগী সরকার সেটাই করবে আগামীতেও।
সেই ভয়ে বিক্ষোভকারীদের কাদতে হবে। কারণ উত্তরপ্রদেশে যোগী সরকার চলছে। মুখ্যমন্ত্রী যারা ভাঙচুর করেছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করেছেন।
প্রসঙ্গত উত্তরপ্রদেশে এখন ও অবধি ৪৯৮ জনকে সরকারি সম্পত্তি ভাঙচুরের জন্য চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে সমাজবিরোধী তকমা এটে ফৌজদারী মামলা দায়ের করেছে। যাদের মধ্যে বেশিরভাগই মিরাট,রামপুর ও কানপুরের বলে সূত্রের খবর। ফৌজদারী মামলা ছাড়াও ক্ষতিপুরণ দেওয়ার নির্দেশও দিয়েছে যোগী সরকার ।