পাসপোর্টে স্বামী অথবা স্ত্রীর নাম যুক্ত করার নতুন নিয়ম। পাসপোর্টে স্বামী বা স্ত্রীর নাম যুক্ত করতে বিবাহের শংসাপত্রের আর কোনও দরকার নেই।
2/5
পাসপোর্টের নতুন নিয়ম…

একটি যৌথ ছবি জমা দেওয়ার মধ্যে দিয়েই এবার করা যাবে নাম সংযোজন সংক্রান্ত পাসপোর্টের প্রয়োজনীয় সংশোধন। বিদেশ মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।
3/5
পাসপোর্টের নতুন নিয়ম…

নয়া এই নিয়ম আঞ্চলিক বৈষম্য দূর করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এপ্রসঙ্গে বলে রাখা দরকার, মহারাষ্ট্রে বিয়ের রেজিস্ট্রির জন্য আলাদা করে আবেদন করতে হয় না।
4/5
পাসপোর্টের নতুন নিয়ম…

তাই শংসাপত্র থাকে না। অন্যদিকে উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে অনেকেই বিয়ের রেজিস্ট্রি করেন না। তাই তাঁদের ক্ষেত্রেও বিয়ের কোনও শংসাপত্র থাকে না।
5/5
পাসপোর্টের নতুন নিয়ম…
