নতুন বছরে এসবিআইয়ের এটিএমে সুরক্ষা আরও জোরদার করা হল। একের পর এক এটিএম জালিয়াতির খবর সামনে আসতেই গ্রাহকদের অর্থের সুরক্ষায় কড়া পদক্ষেপ নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। নতুন বছরের প্রথমদিন থেকেই এসবিআই-এর এটিএম থেকে ১০ হাজার টাকা বা তার বেশি টাকা তুলতে গেলে পিন-এর পাশাপাশি দিতে হবে ওটিপি। দেশের সবকটি এসবিআই এটিএমে (ATM) এই নিয়ম লাগু হবে। রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ১০ হাজার টাকা বা তার বেশি তুলতে গেলে পিন দেওয়ার পরে রেজিস্টার্ড মোবাইল ফোনে আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি। সেটা দিলে তবেই টাকা তুলতে পারবেন গ্রাহকরা। তবে ১০ হাজার টাকার নীচে আগের নিয়মে টাকা তোলা যাবে।পয়লা জানুয়ারি থেকেই লাগু হচ্ছে নয়া নিয়ম ইতিমধ্যেই এসবিআই নিজেদের বিভিন্ন এটিএম গুলির কনফিগারেশন বদল করেছে।