সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত শুক্রবার বলেন যে সশস্ত্র বাহিনী মানবাধিকার আইনকে অত্যন্ত সম্মান করে। তারা কেবল দেশবাসীর মানবাধিকারই রক্ষা করে না, শত্রুদের মানবাধিকারও রক্ষা করে। জেনারেল রাওয়াত মানবাধিকার ভবনে ‘যুদ্ধ ও যুদ্ধবন্দীদের মানবাধিকার সুরক্ষা’ বিষয়ক জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) শিক্ষার্থী ও উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন ।
জেনারেল রাওয়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে ভারতীয় সশস্ত্র বাহিনী অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ এবং মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনগুলিকে যথাযোগ্য সম্মান করে। তারা অত্যন্ত ধর্মনিরপেক্ষ। ভারতীয় সশস্ত্র বাহিনী কেবল নিজের দেশেরই জনগণের মানবাধিকার রক্ষার বিষয়টি নিশ্চিত করে না, জেনেভা চুক্তি অনুসারে যুদ্ধবন্দীদের সঙ্গেও আচরণ করে ।
বৃহস্পতিবার জেনারেল বিপিন রাওয়াত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এর বিরুদ্ধে বিক্ষোভের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন যে নেতারা যদি আমাদের শহরগুলিতে অগ্নিসংযোগ ও হিংসা ছড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় এবং কলেজ ছাত্র ও জনসাধারণকে উসকে দেন, তবে তাঁরা নেতা নন ।
সেনাবাহিনীর প্রধান বলেছিলেন যে, নেতারা জনগণের মধ্য থেকে উঠে আসে, নেতাদের এমন হওয়া উচিত না যাতে জনগণকে সঠিক দিশায় পরিচালিত না করেন। নেতা তারাই যারা মানুষকে সঠিক পথে নিয়ে যান। তার এই বক্তব্যর তীব্র সমালোচনা করেন বিরোধীরা এবং তাঁর বক্তব্যকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতও বলা হয় ।