সংশোধিত নাগরিকত্ব আইনকে সমর্থন করায় কুশপুত্তলিকা দাহ করা হল আজমেঢ় এর শরীফ জঈনুল আবেদীন আলী খানের। শুক্রবার কয়েকশো মুসলিম ধর্মালম্বী মানুষ জমায়েত হন আজমেঢ় দরগায়।
তাঁরা একটি মিছিল করে জঈনুলের কথার প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীদের সঙ্গে ছিলেন দরগার খাদিমরাও। তাঁরা সংবাদ মাধ্যমে বলেন, সংশোধিত নাগরিকত্ব আইনকে সমর্থন করে মুসলিম সমাজে বিভ্রান্ত তৈরি করেছেন জঈনুল। তাঁর মন্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে মুসলিমদের মনে। তাই তাঁর মন্তব্যে থেকে সরে আসতে হবে।
এছাড়াও তাঁরা সংশোধিত নাগরিকত্ব আইন অবিলম্বে বাতিলের দাবি জানায়।
শরীফ জঈনুল কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলেন, নতুন নাগরিত্ব আইন মুসলিম বিরোধী নয়। এই আইন কারোর নাগরিকত্ব কেড়ে নেবে না। এটি নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। ভারতে বসবাসকারী মুসলিমদের এই আইন নিয়ে ভয়ের কিছু নেই। একইসঙ্গে কেন্দ্র সরকারের তিনি আর্জি জানান দেশের পরিস্থিতি শান্ত হলে এই আইন কার্যকর করার।