কেকেআর হারতেই পিচ নিয়ে ক্ষুব্ধ রাহানে, কড়া নালিশের পথে অধিনায়ক

মঙ্গলবার লখনউয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গিয়েছে কেকেআর। দুই ইনিংস মিলিয়ে উঠেছে ৪৭২ রান। ম্যাচের পর পিচের প্রশংসা করলেও আদপে খুব একটা খুশি নন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, পিচ নিয়ে যা বলার তা আইপিএলের কর্তৃপক্ষকেই বলবেন তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রাহানে বলেন, “টসের সময় বলেছিলাম ৪০ ওভারই পিচ একই রকম আচরণ করবে। সেটাই হয়েছে। ব্যাট করে ভাল লেগেছে। নিজেদের সেরাটা দিয়েও জিততে পারিনি।”

সাংবাদিক বৈঠকে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আইপিএলে আদৌ আর কোনও দল ঘরের মাঠের সুবিধা পায় কি না। শুধু পিচ নয়, বিরাট কোহলি বা মহেন্দ্র সিংহ ধোনিরা খেলতে এলে যে ভাবে তাঁদের জন্য সমর্থন হয়, তা বিরল। প্রশ্ন শুনেই রাহানে হাসতে হাসতে বলেন, “পিচ নিয়ে ইতিমধ্যেই অনেক কথা বলা হয়েছে। আপনারা অনেক কিছু লিখেছেন। এখন আমি কিছু বলতে গেলেই বিতর্ক তৈরি হবে।”

রাহানের সংযোজন, “আমাদের পিচ নির্মাতা অনেক জনপ্রিয় হয়ে গিয়েছেন। মনে হয় ওঁর সেটা পছন্দও হয়েছে। ঘরের মাঠের সুবিধা নিয়ে আপনাদের যা খুশি সেটাই লিখতে পারেন। আমার যদি কিছু মনে হয় তা হলে সেটা আইপিএল কর্তৃপক্ষকেই বলব। এখানে না বলাই ভাল। তবে কোহলি এবং ধোনির সমর্থন নিয়ে কোনও সমস্যা নেই। ওরা দারুণ ক্রিকেটার। লোকে যে ওদের জন্য গলা ফাটাতে মাঠে আসবে এটা খুবই স্বাভাবিক। ওরা সবার আদর্শ। তবে কেকেআরের জন্যও অনেকে সমর্থন করছেন।”

এ দিন সুনীল নারাইনকে দিয়ে পুরো ওভার বল করাননি রাহানে। মাত্র তিন ওভার করেছেন নারাইন। তাঁর চোট কি পুরোপুরি সারেনি? রাহানের উত্তর, “চোটের প্রশ্নই নেই। ওর বলে লখনউয়ের ব্যাটারেরা ভাল খেলছিল। স্পিনারদের খেলা সহজ ছিল এই পিচে। এক দিকের বাউন্ডারি ছোট ছিল। তাই জন্যই ওর জায়গায় আন্দ্রে রাসেলকে বল করানোর সিদ্ধান্ত নিই। নারাইন পুরোপুরি ফিট।

হারের পাশাপাশি কেকেআরকে চিন্তায় রেখেছে রাসেলের ফর্মও। এ দিন একটি উইকেট নেন। কিন্তু দ্বিতীয় ওভার বল করতে এসে ২৪ রান দেন। তাঁর বলের সেই বৈচিত্রও উধাও। ব্যাট হাতেও মাত্র সাত রান করেছেন। তবে রাহানে পাশে দাঁড়িয়েছেন সতীর্থের। বলেছেন, “রাসেলকে নিয়ে কোনও চিন্তা নেই। সবাই জানে ও বিপজ্জনক ক্রিকেটার। আসলে ২৩০-এর বেশি রান তাড়া করতে গেলে চালিয়ে খেলতেই হবে। তাতে কেউ সফল হবে, কেউ হবে না। রাসেলের ক্ষেত্রে সেটা হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.