নিউ জ়িল্যান্ডের কাছে এক দিনের সিরিজ়ে চুনকাম হয়েছে পাকিস্তান। শনিবার সিরিজ়ের শেষ ম্যাচেও হেরে গিয়েছে তারা। তবে ম্যাচের পর খারাপ দৃশ্য দেখা গেল মাঠে। এক দর্শকের উপর চড়াও হলেন পাক ক্রিকেটার খুশদিল শাহ। পাকিস্তান বোর্ডের দাবি, দেশ-বিরোধী স্লোগান দেওয়া হয়েছিল বলেই মেজাজ হারিয়েছিলেন খুশদিল।
শনিবার নিউ জ়িল্যান্ড সফরের শেষ ম্যাচ ছিল পাকিস্তানের। খেলা ছিল নিউ জ়িল্যান্ডের মাউন্ট মাউনগানুইয়ে। ম্যাচের পর মাঠ ঘুরে ঘুরে সমর্থকদের পাল্টা অভিবাদন দিচ্ছিলেন পাক ক্রিকেটারেরা। হঠাৎই এক সমর্থক চিৎকার করে কিছু বলতে থাকেন। সঙ্গে সঙ্গে তেড়ে যান খুশদিল। ওই সমর্থকের উপর চড়াও হন। তবে নিরাপত্তারক্ষীরা ধরে ফেলেন খুশদিলকে। তাঁকে টেনে মাঠের মধ্যে নিয়ে আসেন। বাকি নিরাপত্তারক্ষীরা ওই দর্শককে মাঠের বাইরে বার করে দেন।
পরে পাক বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ওই বিদেশি সমর্থক পাকিস্তানের ক্রিকেটারদের উদ্দেশে অশ্রাব্য গালিগালাজ করেছিলেন। ম্যাচের মধ্যে একাধিক বার খারাপ ভাষায় ক্রিকেটারদের আক্রমণ করা হয়। কিন্তু পাকিস্তান-বিরোধী স্লোগান দেওয়ার পরেই খুশদিল গিয়ে দর্শকদের শান্ত হতে বলেন। পাল্টা আফগান সমর্থকেরা পাশতো ভাষায় খারাপ কথা বলেন। পাকিস্তান দলে অভিযোগের পর নিরাপত্তারক্ষীরা ওই দুই সমর্থককে সরিয়ে নিয়ে যান।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচেও হারতে হয় মহম্মদ রিজ়ওয়ানের দলকে। বৃষ্টির জন্য ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে করা হয় ৪২। প্রথমে ব্যাট করে নিউ জ়িল্যান্ড করে ৮ উইকেটে ২৬৪। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ৫৯ এবং ওপেনার রাইস মারিউ ৫৮ রান করেন। এ ছাড়া ৪৩ রান করেন ড্যারিল মিচেল। ৬২ রানে ৪ উইকেট নেন আকিফ জাভেদ। ৫৪ রানে ২ উইকেট নাসিম শাহের।
জবাবে ৪০ ওভারে ২২১ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। বাবর আজ়ম করেন ৫০। রিজ়ওয়ানের ব্যাট থেকে এসেছে ৩৭ রানের ইনিংস। এ ছাড়া শফিক এবং তায়াব তাহির ৩৩ রান করে করেছেন। নিউ জ়িল্যান্ডের বেন সিয়ার্স ৩৪ রানে ৫ উইকেট নিয়েছেন। ৪০ রানে ২ উইকেট ডাফির। তৃতীয় ম্যাচে হারের ফলে নিউ জ়িল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে এক দিনের সিরিজ় হারল পাকিস্তান।