অবশেষ বৃহস্পতিবার প্রথম ও দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি ৷ এদিন ১৮২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হল ৷ দেখে নিন একনজরে কে কোন কেন্দ্র থেকে লড়বেন ৷

এদিন দেশে ১৮২ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণার মধ্যে দিয়ে, পশ্চিমবঙ্গের ২৮ টি আসনের প্রার্থী চূড়ান্ত করল বিজেপি ৷

প্রথম থেকেই বিজেপির অন্দরমহলে কানাঘুষো চলছিল ভারতী ঘোষকে নিয়ে ৷ জল্পনা ছিল ঘাটালে দেবের বিরুদ্ধে বিজেপির হয়ে লড়তে পারেন ভারতী ঘোষ ৷ সেই  জল্পনা সত্যি করে পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ, যিনি গত মাসে বিজেপি তে যোগ দিয়েছেন, তিনি লড়াই করবেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দীপক অধিকারী তথা দেবের বিরূদ্ধে।

২০১৪ সালে লোকসভা নির্বাচনের লড়াইয়ে ঘাটাল কেন্দ্রে ৬৮৫৬৯৬ ভোট পেয়ে ২৬০৮৯১ ভোটের ব্যবধানে জয়ী হন ‌দেব। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী মহম্মদ আলম পান পেয়েছিলেন ৯৪৮৪২ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.