এর আগে খ্রিস্টান মিশনারীদেরকে গঙ্গাসাগর মেলায় আসা তীর্থযাত্রীদেরকে বাইবেল বিতরণ করতে দেখেছি আমরা। কলকাতা বইমেলায় বিনামূল্যে কোরআন বিতরণ করতে দেখেছি। কিন্তু আজ এক অভূতপূর্ব ঘটনা দেখা গেল কলকাতায় । গীতা বিতরণ করা হলো চার্চে আসা খ্রিস্টানদের মধ্যে। সেইসঙ্গে তাদেরকে গীতার সারমর্ম বুঝিয়ে দেওয়া হলো। সৌজন্যে ‛জাতির কথা’ নামে একটি সংগঠন।
আজ বড়দিনে সংগঠনের সদস্যরা শিয়ালদাহের জোড়া গির্জা এবং সেন্ট টেরেসা চার্চের সামনে গীতা বিতরণ করে। চার্চে বড়দিন পালন করতে আসা খ্রিস্টানদের হাতে গীতা তুলে দেওয়া হয়। গীতা বিতরণ করার পর খ্রিস্টানদের প্রশ্নের উত্তরে গীতার সারমর্ম বুঝিয়েও দিয়েছেন সংগঠনটির সদস্যরা। এমনকি এক যাজকের হাতেও গীতা তুলে দেন ওই সংগঠনের সদস্যরা। অনেক শুভবিদ্ধিসম্পন্ন মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করছেন এতে হিন্দুদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার প্রবণতা একটু হলেও কমবে।