বুধবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে তাঁর নামাঙ্কিত ভূগর্ভস্থ জল প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির বিজ্ঞান ভবনে উদ্বোধন হওয়া এই প্রকল্পের নাম অটল ভূ জল যোজনা ।
এই প্রকল্পের আওতায় সাত রাজ্যের ৮৩৫০ টি গ্রাম উপকৃত হবে। এ ছাড়া মানালিকে লে’র সঙ্গে সংযোগকারী রোহতাং টানেলও নামাঙ্কিত করা হল স্বর্গীয় বাজপেয়ীর নামে অটল টানেল। এই উপলক্ষে মোদী বলেন যে, এই প্রকল্প বাজপেয়ীর স্বপ্ন পূরণ করেছে। জল নিয়ে অটলজি অনেক চিন্তা ভাবনা করতেন ।
জলের সংকট সবার জন্য উদ্বেগের বিষয়। জল সংকটের প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করতে আমাদের ভারতকে প্রস্তুত রাখতে হবে। এ জন্য আমরা পাঁচটি স্তরে একসঙ্গে কাজ করছি ।
ছবি সৌজন্য: বিজেপি টুইটার