গতকাল সামনে এসেছে ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের ফলাফল। রঘুবর দাসের নেতৃত্বাধীন ঝাড়খন্ড সরকার ছিনিয়ে নিয়েছে জেএমএম-কংগ্রেস-আরজেডি। ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন জেএমএম-এর হেমন্ত সোরেন। এই নির্বাচনে মোট ৮১ টি আসনের মধ্যে ২৬ টি আসনে প্রার্থী দিয়েছিল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। আসুন, একনজরে দেখে নেওয়া যাক – কেমন হল ওই ২৬ তৃণমূলী প্রার্থীর পারফরম্যান্স –
১. বড়িও
তৃণমূল প্রার্থী – বিপিন কিস্কু
মোট প্রাপ্ত ভোট – ১,১৫৭
প্রাপ্ত ভোট শতাংশ – ০.৭১%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৪৭.৪০% (জেএমএম)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩৬.৪২% (বিজেপি)
২. বাড়েট
তৃণমূল প্রার্থী – শীলা টুডু
মোট প্রাপ্ত ভোট – ৮৮৯
প্রাপ্ত ভোট শতাংশ – ০.৬৫%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৫৩.৪৯% (জেএমএম)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩৪.৮২% (বিজেপি)
৩. লিট্টিপাড়া
তৃণমূল প্রার্থী – শিবচরণ মাল্টো
মোট প্রাপ্ত ভোট – ২,৬০৪
প্রাপ্ত ভোট শতাংশ – ১.৮১%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৪৬.২৪% (জেএমএম)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩৬.৬০% (বিজেপি)
৪. পাকুড়
তৃণমূল প্রার্থী – আশরাফুল শেখ
মোট প্রাপ্ত ভোট – ১,৮৮৬
প্রাপ্ত ভোট শতাংশ – ০.৭৬%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৫১.৮৬% (কংগ্রেস)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ২৫.৫৩% (বিজেপি)
৫. মহেশপুর
তৃণমূল প্রার্থী – সাইমন মুর্মু
মোট প্রাপ্ত ভোট – ১,০৪৮
প্রাপ্ত ভোট শতাংশ – ০.৬৩%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৫৩.৯৪% (জেএমএম)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩৩.৩১% (বিজেপি)
৬. শিকারিপাড়া
তৃণমূল প্রার্থী – মুন্নি হাঁসদা
মোট প্রাপ্ত ভোট – ১,৯৫০
প্রাপ্ত ভোট শতাংশ – ১.২৭%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৫১.৭৮% (জেএমএম)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩২.৫৬% (বিজেপি)
৭. নালা
তৃণমূল প্রার্থী – জবারানী পাল
মোট প্রাপ্ত ভোট – ১,১০৭
প্রাপ্ত ভোট শতাংশ – ০.৬৩%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩৪.৯৭% (জেএমএম)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩২.৯৬% (বিজেপি)
৮. জারমুন্ডি
তৃণমূল প্রার্থী – মহাদেব যাদব
মোট প্রাপ্ত ভোট – ১,৫৩১
প্রাপ্ত ভোট শতাংশ – ০.৯৪%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩২.২২% (জেএমএম)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩০.৩২% (বিজেপি)
৯. মধুপুর
তৃণমূল প্রার্থী – হরেকৃষ্ণ রায়
মোট প্রাপ্ত ভোট – ১,১৭২
প্রাপ্ত ভোট শতাংশ – ০.৫১%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩৮.৪০% (জেএমএম)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ২৮.৩৪% (বিজেপি)
১০. বাড়ি
তৃণমূল প্রার্থী – রাজীব রঞ্জন
মোট প্রাপ্ত ভোট – ১,৩২৭
প্রাপ্ত ভোট শতাংশ – ০.৭৪%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৪৬.৭৮% (কংগ্রেস)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৪০.৪৮% (বিজেপি)
১১. বড়কাগাঁও
তৃণমূল প্রার্থী – সালমা খাতুন
মোট প্রাপ্ত ভোট – ৫০৮
প্রাপ্ত ভোট শতাংশ – ০.২৩%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৪৪.১৩% (কংগ্রেস)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩০.০৬% (আজসু)
১২. গিরিডি
তৃণমূল প্রার্থী – সীমা কুমারী
মোট প্রাপ্ত ভোট – ৮৩৩
প্রাপ্ত ভোট শতাংশ – ০.৫০%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৪৮.১৯% (জেএমএম)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩৮.৭২% (বিজেপি)
১৩. বোকারো
তৃণমূল প্রার্থী – ফাল্গুনী ভট্টাচার্য্য
মোট প্রাপ্ত ভোট – ১,২৬২
প্রাপ্ত ভোট শতাংশ – ০.৪৭%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৪১.৪২% (বিজেপি)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩৬.৫১% (কংগ্রেস)
১৪. চন্দনক্যারি
তৃণমূল প্রার্থী – রাজকুমার রাম
মোট প্রাপ্ত ভোট – ৭৮৩
প্রাপ্ত ভোট শতাংশ – ০.৪৪%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩৮.০৩% (বিজেপি)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩২.৮৬% (আজসু)
১৫. সিন্দ্রি
তৃণমূল প্রার্থী – মুখতার আহমেদ
মোট প্রাপ্ত ভোট – ১,০৮৭
প্রাপ্ত ভোট শতাংশ – ০.৪৮%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩৫.৫৮% (বিজেপি)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩৮.৭২% (মার্ক্সিস্ট কো-অর্ডিনেশন)
১৬. ঝরিয়া
তৃণমূল প্রার্থী – উষা দেবী
মোট প্রাপ্ত ভোট – ৩৪৮
প্রাপ্ত ভোট শতাংশ – ০.২২%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৫০.৩৪% (কংগ্রেস)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৪২.৭৩% (বিজেপি)
১৭. বাহারগোড়া
তৃণমূল প্রার্থী – কুলবিন্দর সিং
মোট প্রাপ্ত ভোট – ৫৭৫
প্রাপ্ত ভোট শতাংশ – ০.৩৪%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৬১.৯৯% (জেএমএম)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ২৬.৫৮% (বিজেপি)
১৮. জামশেদপুর-পশ্চিম
তৃণমূল প্রার্থী – হেমা ঘোষ
মোট প্রাপ্ত ভোট – ৩৪৭
প্রাপ্ত ভোট শতাংশ – ০.১৮%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৫০.২৮% (কংগ্রেস)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩৮.৫৫% (বিজেপি)
১৯. চাইবাসা
তৃণমূল প্রার্থী – তুরাম বিরুলি
মোট প্রাপ্ত ভোট – ২,১৬৯
প্রাপ্ত ভোট শতাংশ – ১.৫৭%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৫০.৩৭% (জেএমএম)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩১.৪১% (বিজেপি)
২০. জগন্নাথপুর
তৃণমূল প্রার্থী – সানি সিঙ্কু
মোট প্রাপ্ত ভোট – ৫,০৬২
প্রাপ্ত ভোট শতাংশ – ৪.৪৬%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ২৮.৬২% (কংগ্রেস)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ১৪.৪৯% (বিজেপি)
২১. তামার
তৃণমূল প্রার্থী – কিশোরকুমার ভগত
মোট প্রাপ্ত ভোট – ১,৯১০
প্রাপ্ত ভোট শতাংশ – ১.৩৫%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩৯.২২% (জেএমএম)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ১৭.৩৩% (বিজেপি)
২২. রাঁচি
তৃণমূল প্রার্থী – রাজেশকুমার পাণ্ডে
মোট প্রাপ্ত ভোট – ৫৯৮
প্রাপ্ত ভোট শতাংশ – ০.৩৫%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৪৬.৭৭% (বিজেপি)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৪৩.৩১% (জেএমএম)
২৩. মন্দার
তৃণমূল প্রার্থী – ফিলমন টোপ্পো
মোট প্রাপ্ত ভোট – ১,৭৯৪
প্রাপ্ত ভোট শতাংশ – ০.৮০%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৪১.১৫% (জেভিএম)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩০.৮৬% (বিজেপি)
২৪. পানকি
তৃণমূল প্রার্থী – সুরেন্দ্র যাদব
মোট প্রাপ্ত ভোট – ৮৪৫
প্রাপ্ত ভোট শতাংশ – ০.৪৭%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৫২.৩৮% (বিজেপি)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩১.৪৭% (কংগ্রেস)
২৫. গাড়োয়া
তৃণমূল প্রার্থী – মনদীপ মাল্লা
মোট প্রাপ্ত ভোট – ৭,৩৬৮
প্রাপ্ত ভোট শতাংশ – ৩.০৭%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৪৪.৪৬% (জেএমএম)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩৪.৬৬% (বিজেপি)
২৬. ভবনাথপুর
তৃণমূল প্রার্থী – কানহাইয়া চৌবে
মোট প্রাপ্ত ভোট – ৩,১৮৬
প্রাপ্ত ভোট শতাংশ – ১.২৫%
এই কেন্দ্রে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ৩৭.৮৯% (বিজেপি)
এই কেন্দ্রে ২য় হওয়া প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ – ২২.২৮% (বসপা)
সামগ্রিক ঝাড়খণ্ডের প্রদত্ত ভোটের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের মোট প্রাপ্ত ভোটের হার ০.২৯%। ৮১ টির মধ্যে ২৬ টি আসনে প্রার্থী দিয়ে প্রতিটি আসনেই জামানত বাজেয়াপ্ত হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের।