বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় মৃত্যু ৩৫ জনের, প্রত্যাঘাতে খতম ৮০ জন জিহাদী
ভয়াবহ সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হল পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। উত্তর বুরকিনা ফাসোতে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন সাধারণ নাগরিক। নিহতদের মধ্যে অধিকাংশই মহিলা। সুরক্ষা বাহিনীর পাল্টা প্রত্যাঘাতে খতম হয়েছে ৮০ জন জিহাদী। প্রাণ হারিয়েছেন ৭ জন সৈনিকও। স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার উত্তর বুরকিনা ফাসোর সাহেল রিজিওনের অর্বিন্দা টাউনে (মালি সীমান্ত সংলগ্ন) ভয়াবহ হামলা চালায় ইসলামিক জিহাদীরা। বেশ কয়েকঘন্টার হামলায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন সাধারণ নাগরিক। মৃত্যু হয়েছে ৭ জন সৈনিকের। সুরক্ষা বাহিনীর পাল্টা প্রত্যাঘাতে খতম হয়েছে ৮০ জন ইসলামিক জিহাদী। মঙ্গলবার গভীর রাতে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিস্টিয়ান কাবোরে জানিয়েছেন, উত্তর বুরকিনা ফাসোর একটি শহরে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন সাধারণ নাগরিক। নিহতদের মধ্যে অধিকাংশই মহিলা। সুরক্ষা বাহিনীর পাল্টা প্রত্যাঘাতে খতম হয়েছে ৮০ জন জিহাদী।
2019-12-25