বড়দিনের আগের দিন খুব বেশি কমল না তাপমাত্রার পারদ| পারদ সামান্য নামলেও, তা স্বাভাবিক| শীতের আমেজ অবশ্য বজায় রয়েছে| জাঁকিয়ে ঠাণ্ডা না পড়লেও, বড়দিনে এবার শীতের আমেজ বজায় থাকবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গজুড়ে| মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস| কিছুদিন আগে পর্যন্ত যেভাবে শীত পড়েছিল, তা এবার খানিকটা কমল| উধাও জাঁকিয়ে ঠাণ্ডা| কুয়াশার চাদরে মোড়া কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা| আবহবিদরা জানিয়েছেন, ঠাণ্ডা কিছুটা কমলেও শীতের আমেজ ভালই থাকবে| বড়দিনে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে| বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা| তাই বুধবার বৃষ্টি হতে পারে| আবহবিদরা জানিয়েছেন, বৃষ্টি হওয়ার পর আগামী ২৭ ডিসেম্বর থেকে ফের কমতে পারে তাপমাত্রা| বড়দিনের আগে ঠাণ্ডা কমলেও, উত্সবের মেজাজে খামতি নেই সাধারণ মানুষের| বড়দিনের একদিন আগেই নিউ মার্কেটে উপচে পড়েছে ভিড়| পাশাপাশি চিড়িয়াখানা, নিকোপার্কেও প্রচুর ভিড়|
2019-12-24