ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের (NPR) বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার দুপুরে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা গিয়েছে, আগামী বছর ১ এপ্রিল থেকে এন পি আরের কাজ পুরোদমে শুরু হয়ে যাবে। এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ৮৫০০ কোটি টাকা।
ন্যাশনাল পপুলেশন রেজিস্টার নিয়েও বিভ্রান্ত তৈরি হয়েছে জনমানসে। সিএএ ও এনআরসি নিয়ে চরম বিতর্কের মাঝেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ঘটনাও দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয়। এনপিআর হল, ভারতে বসবাসকারী বাসিন্দাদের ঠিকানা সংক্রান্ত ডেটাবেস তৈরি করা। ভারতীয় সংবিধানের ১৯৫৫ সালের আইন ও ২০০৩ সালে নিয়োজিত রুল অনুযায়ী এই এনপিআর হবে।