সপ্তাহান্তে গলদঘর্ম দক্ষিণবঙ্গ। শনিবার তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। রবিবার ছয় জেলায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে উত্তর ও উত্তর পশ্চিমের গরম হওয়ার প্রভাবে লু বইবে ওড়িশা এবং ঝাড়খণ্ডে। তার সরাসরি প্রভাব পড়বে বাংলার কয়েকটি জেলাতে।
শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি ৫ জেলায়। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে। রবিবারেও তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহ চলবে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে এই চার জেলার তাপমান।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। গরম অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদীয়াতে।
সোমবারেও তাপপ্রবাহের পরিস্থিতি ৫ জেলায়। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদীয়াতে।
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কাল রবিবার পর্যন্ত। শনিবার বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। রবিবার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা আগামী কয়েক দিনের দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কলকাতায় দোলের দিন সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও আজ থেকে ফের বাড়তে শুরু করবে। শনিবার ও রবিবার আরও বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রা।
বসন্তেই গরমে গলদঘর্ম। উইকেন্ডে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দিনের মূল সময়ের পাশাপাশি ভোরবেলায় ও সন্ধ্যেতে মনোরম আবহাওয়া কার্যত উধাও। ধীরে ধীরে দিনে উষ্ণতা বাড়বে। রাতেও গরম এবং অস্বস্তি। আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উইকেন্ডে দাবদাহের মত পরিস্থিতি। কলকাতার রাতের তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি। দুটি তাপমাত্রা আজ বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৪ শতাংশ।