ধাক্কা খেতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রীড়াবিজ্ঞান বিভাগের প্রধান নীতীন পটেল চাকরি ছাড়তে চলেছেন। আপাতত ‘নোটিস পিরিয়ড’-এ রয়েছেন তিনি। এ মাসের শেষেই সেই মেয়াদ পূর্ণ হবে। ভারতীয় দলে ফিজিয়ো হিসাবে গত তিন বছর চাকরি করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের ফিজিয়ো হিসাবেও ছিলেন বেশ কিছু দিন।
তাঁর পরিবর্ত খুঁজতে গিয়ে বেগ পেতে হতে পারে বোর্ডকে। কারণ গত তিন বছরে ভারতের একাধিক ক্রিকেটারকে চোট সারিয়ে সুস্থ করে তোলার পিছনে প্রধান ভূমিকা নিয়েছিলেন নীতীন। তার মধ্যে জসপ্রীত বুমরাহ, শ্রেয়স আয়ার, কেএল রাহুল-সহ অনেকে রয়েছেন।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহম্মদ শামির ফিরে আসা। দেড় বছর পর চোট কাটিয়ে ফিরেছেন শামি। তিনি উৎকর্ষ কেন্দ্রে (সিওই) থাকার সময় যাবতীয় দেখভাল করেছেন নীতীনই। কখন বল করবেন, কী ভাবে বল করলে চোট পাবেন না, ইত্যাদি খুঁটিনাটি বিষয় ঠিক করে দিয়েছিলেন নীতীনই। এই মুহূর্তে বুমরাহের চোট সারানোর দায়িত্বেও রয়েছেন নীতীন।
তাঁর অধীনেই ২০২৩ এক দিনের বিশ্বকাপে সাফল্য পেয়েছিলেন শ্রেয়স এবং বুমরাহ। রাহুল দ্রাবিড় ভারতের কোচ থাকার সময় তাঁর সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছেন নীতীন। ক্রিকেটারদের রিহ্যাব সম্পর্কে সব সময়ে সচেতন থাকেন। নীতীন চলে যাওয়ায় বুমরাহের চোট সারানোর প্রক্রিয়ায় কোনও ব্যাঘাত হবে কি না সেটাই আপাতত দেখার।