নাগরিকত্ব আইন আর এনআরসি-র প্রতিবাদে, এবার নজিরবিহীন ভাবে জড়িয়ে দেওয়া হল, রাজ্যপালকেও। পূর্ব ঘোষণামতোই, সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে, যোগ দিতে এলেন রাজ্যপাল। আর সেখানেই, একশ্রেণির পড়ুয়ার বিক্ষোভের মুখে পড়লেন, জগদীপ ধনখড়। তাঁকে ঘিরে বিক্ষোভ, কালো পতাকা, গো ব্যাক স্লোগান— সবই চলল। বিক্ষোভে পড়ে, প্রথমে গাড়িতেই আটকে পড়েন রাজ্যপাল। তারপর গাড়ি থেকে নেমে, অরবিন্দ ভবনে গিয়ে বসেন। যদিও, রাজ্যপালের দাবি, তিনি জানতেন, বিশ্ববিদ্যালয়ে এলে, বিরোধিতার মুখে পড়তে হবে। কিন্তু পড়ুয়াদের কথা না শুনলে, আলোচনা এগোবে না। নাগরিকত্ব আইন নিয়ে, কিছু বিতর্ক আছে। তাই এনিয়ে পড়ুয়াদের কথা তিনি শুনতে চান।
2019-12-23