জম্মু-কাশ্মীরের মুসলিম সম্প্রদায়ের মানুষের মুখে সিএএ-র সমর্থনের স্লোগান

এতদিন ধরে দেশবাসী দেখেছে কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীতায় সরব হওয়া মানুষদের | সময় গড়িয়েছে যত,দেশবাসী বুঝতে শিখেছে এই আইনের যথার্ততা | তাই ভার্চুয়ালি নয়, সরাসরি নেমে পড়েছে রাস্তায় | পুণেএর রাস্তায় হাজার মানুষের মানব বন্ধন দেখেছে রবিবারের শীতের সকাল | হাতে সিএএ-র স্বপক্ষে প্ল্যাকার্ড হাতে যাদের দেখা গেল রাস্তায় | মুখে স্লোগান |

পুণে, দিল্লির রাস্তায় এই নয়া আইনের পক্ষে জোরালো সওয়াল তাও ভাবা যায় | কিন্তু জম্মু-কাশ্মীরের মানুষেরা কি বলছেন ? যাদের কথা ভেবে পাকিস্তানের বুক ফেটে যাচ্ছে আজও | মোদি সরকার ও তার নিরাপত্তারকক্ষীদের কথা যারা বারাবর রাষ্ট্রসংঘে তুলে ধরে ভারতকে কালিমালিপ্ত করতে চেয়েছেন,সেখানকার মানুষেরা কি বলছেন?

গোটা দেশের কম-বেশি ১০টি রাজ্যে এই আইনের বিরোধীতায় আগুন জ্বললেও,কোন বিরোধীতাই নজরে আসেনি উপত্যকায় | উল্টে স্থানীয় একটি সংবাদ মাধ্যমে কাছে দেওয়া ওখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বলছেন তারা নিরাপদেই আছেন এদেশে | তাদের কাছে কেউ পরিচয় পত্র দেখতে চাননি | প্রয়োজনও নেই | হিন্দু-মুসলমানের নামে বিভেদ তৈরি করে অশান্তি পাকাতে চাইছে কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি|গাড়ি জ্বালিয়ে সমস্যা সমাধান সম্ভব নয় ,বলেন তারা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.