জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না অভিনেতা অমিতাভ বচ্চন। কিন্তু ঠিক কী কারণে বিগ বি উপস্থিত থাকবেন না তা নিয়ে প্রশ্ন ওঠার আগে নিজেই টুইট করে কারণ জানিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন অসুস্থতার কারণেই অনুপস্থিত থাকবেন জাতীয় পুরস্কারের এই অনুষ্ঠানে। এবার দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার কথা ছিল অমিতাভ বচ্চনের। কিন্তু জ্বরের কারণেঅনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না তিনি।
অমিতাভ টুইট করেছেন, জ্বর হয়েছে। এখন বেরনো বারণ। দিল্লিতে কাল জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারব না। আমার দুর্ভাগ্য। খারাপ লাগছে। প্রসঙ্গত অসুস্থতার কারণেই এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারেননি। সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে জানান, তাঁর শরীর খুব খারাপ থাকায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
প্রায়ই অসুস্থতা লেগে রয়েছে বিগবির। কিন্তু এই অসুস্থতা নিয়েই সম্প্রতি চেহেরা ছবির শ্যুটিং করে ফিরেছেন তিনি। তাই এই মুহূর্তে চিকিৎসকরা আর শারীরিক ধকল না নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁকে। উল্লেখ্য, এবার জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পুরস্কার তুলে দেবেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। গত বছর মাত্র ১১ জন পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্বের হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন রাষ্ট্রপতি।