শেষ পর্যন্ত CAA এর সমর্থনে রাস্তায় নামলেন রাজ্যের চিকিৎসক তথা তাদের সংগঠন “ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশন”। গত 22 ডিসেম্বর বিকেল 4 টা নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে 70 এর বেশি প্রতিষ্ঠিত চিকিৎসক ও কলকাতার পার্শ্ববর্তী প্রায় 200 চিকিৎসক এবং কয়েক’শ সমর্থকরা মিছিল করে এই আইনের সমর্থনে সম্মতি জানান।
ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশন-এর রাজ্য সভাপতি ডঃ প্রভাত কুমার সিং জানান, দেশজুড়ে বর্তমানে যে অবস্থা চলছে তাতে দেশের একজন নাগরিক হিসাবে দায়িত্ববোধ থেকেই যায়। সেই বোধ থেকেই এই মিছিল তথা শান্তিপূর্ণ সমাবেশ।
ডঃ প্রভাত সিংয়ের বক্তব্য অনুসারে, গত কয়েক দশকে বলা যেতে পারে স্বাধীনতার পর থেকেই পাকিস্তান,আফগানিস্তান, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও নিপীড়ন হয় তা অবর্ণনীয়। তাদের সুরক্ষার জন্য বর্তমান সরকার যে আইন করেছে তা ধন্যবাদ সূচক। দেশজুড়ে এর বিরোধিতা করে যা চলছে তা দুর্ভাগ্যজনক। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে, সরকারি সম্পত্তি নষ্ট করে এই আন্দোলনের নামে যা চলছে তা মেনে নেওয়া যায় না। প্রত্যেক নাগরিকের অধিকার আছে দেশ তথা সংবিধানের জন্য দায়িত্ব পালন করা। সেই জন্যই আমরা আজ পথে নেমেছি বলে তিনি জানান। এই দিন অন্যান্য বেশ কিছু সংস্থা ও ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করে।