ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইনের উত্তাপ পৌঁছে গেছে উপসাগরীয় দেশগুলীতে। জনম টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, CAA এর সমর্থনে ফেসবুক পোস্টের জন্যে উদেশ্য প্রণোদিত ভাবে কাতারে কর্মরত একজন ভারতীয় চিকিৎসকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে। চিকিৎসক Ajith Maliyadan কে কাতারের নাজিম হেলথ কেয়ারে কর্মরত ছিলেন, সোশ্যাল মিডিয়ায় এক সাম্প্রদায়িক গোষ্ঠীর ধর্মীয় অবমাননার অভিযোগের কারনে চাকরি থেকে বহিস্কার করা হল।
প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকের ফেসবুক পোস্টে কোন ধর্মের বিরুদ্ধে কিছুই লেখা ছিল না। তিনি কেবল লিখেছিলেন, CAA বিরোধী আন্দোলনে যারা মোদী সরকারের বিরোধিতা করছেন, তারা আসলে এক ধর্মের মানুষকে আর এক ধর্মের মানুষের বিরুদ্ধে হিংসায় প্ররোচনায় ইন্ধন যোগাচ্ছেন। টা সত্যেও সাম্প্রদায়িক গোষ্ঠীগুলি ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা খবর রটিয়ে দেয়। যার পরিনাম হাসপাতালের কর্তৃপক্ষ চিকিৎসকে পদত্যাগ করতে বাধ্য করে।
প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসক সাম্প্রদায়িক শক্তিগুলির কাছ থেকে প্রান সংশয়ের হুমকি পাচ্ছেন। প্রতিবেদন এও প্রকাশ যে, কেরালা থেকে আসা মুসলিম অভিবাসীরা ও ইসলামিক দেশগুলির জিহাদি স্লিপার সেলগুলির সাথে কট্টরপন্থীরা পশ্চিম এশিয়ার হিন্দুদের টার্গেট করছে যারা ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করছেন। তারা আরব দেশগুলিতে হিন্দুদের চাকরি থেকে বরখাস্ত করতে এবং তাদের ব্যবসা-বাণিজ্য ধ্বংস করার চূড়ান্ত ষড়যন্ত্রের সাথে বিলের সমর্থনকারী প্রোফাইলগুলি রিপোর্ট করার জন্য হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া গ্রুপ গঠন করা হয়েছে।