ঝাড়খণ্ড: মাসখানেক আগেই ঝাড়খণ্ডে শেষ হয়েছে পাঁচ দফার নির্বাচন। আজ ২৩ ডিসেম্বর কয়েক ঘণ্টা পরেই প্রকাশিত হবে নির্বাচনী ফলাফল। তার আগে চিন্তার ভাঁজ রাজ্যর সব কটা দলের।
ঝাড়খণ্ডে এই মুহূর্তে রয়েছে ৮১ টি বিধানসভা আসন। এছাড়াও ঝাড়খণ্ডে শাসক দল হিসেবে রয়েছে গেরুয়া শাসন। তাছাড়াও এই রাজ্যতে বিজেপির জোট সঙ্গী হিসেবে রয়েছে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন। বিরোধী দল হিসেবে রয়েছে কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা৷
এই রাজ্যতে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রস্তুত হয়ে রয়েছে বিজেপি শিবির। নির্বাচনের আগেও যথেষ্ট প্রচার করেছিল এই রাজ্যতে। এখন দেখার ফলাফল ঘোষণার পরে কার দখলে যায় ক্ষমতা।
এই মুহূর্তে সংখ্যা গরিষ্ঠতা অর্জনের জন্য দরকার ৪১ টি আসন। আর ম্যাজিক ফিগারে যাওয়ার জন্য আপ্রান চেষ্টা করছে বিজেপি এবং অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন। প্রস্তুত হয়ে রয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বর্তমান সুপ্রিমো হেমন্ত সোরেন। তবে এই রাজ্যতে আগামীদিনে শাসক দলের চেয়ারে কারা বসতে চলেছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ।