রাঁচি: চলছে ঝাড়খণ্ডে নির্বাচনের ভোট গণনা। ত্রিস্তরীয় নিরাপত্তায় চলছে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালটের ভোট গণনা শুরু হয় ও পরে ইভিএম গণনা। চলছে কাঁটায় কাঁটায় টক্কর।
10:06:49 ফল ঘোষণা চলছে, ৮১টি বিধানসভা আসনের মধ্যে সংখ্যা গরিষ্ঠতায় ৪১টি আসন ছুঁয়ে ফেলল কংগ্রেস মহাজোট৷ অন্য়ান্যরা এগিয়ে ১০টিতে৷ বিজেপি ২৯টি তে এগিয়ে৷
09:45:05 গণনায় প্রাথমিকভাবে ৩৯টি আসনে এগিয়ে কংগ্রেস মহাজোট, ৩১টি তে বিজেপি, অন্য়রা ১১টি তে এগিয়ে৷ মিলছে এক্সিট পোলের হিসেব৷
09:33:48 পূর্ব জামশেদপুরে এগিয়ে মুখ্যমন্ত্রী রঘুবর দাস, দুমকা থেকে এগিয়ে জেএমএম প্রার্থী প্রাক্তন মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন
09:26:00- কংগ্রেস ও জেএমএম জোট এগিয়ে ৩৬ টি আসনে। বিজেপি এগিয়ে ৩৫ টি আসনে। ফলে চলছে কড়া টক্কর। অন্যান্য এগিয়ে ১০ টিতে।
09:04:00- কংগ্রেস ও জেএমএম জোট এগিয়ে ৩৭ টি আসনে ও বিজেপি এগিয়ে ৩৩ টি আসনে। অন্যান্য ৯ টি তে।
08:47:00- মোট ৩৯ টি আসনে এগিয়ে কংগ্রেস ও জেএমএম জোট। অন্যদিকে ২৭ টি আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টি। অন্যান্যরা এগিয়ে ৯ টিতে।
08:35:00-মোট ৪০ টি আসনে আপাতত এগিয়ে রয়েছে কংগ্রেস ও জেএমএম জোট। ২০ টি আসনে এগিয়ে বিজেপি। অন্যান্যরা এগিয়ে ৯ টি আসনে।
08:20:00- এই মুহূর্তে প্রাথমিক ভাবে ৩৬ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস ও জেএমএম জোট।জামতাড়ায় এগিয়ে রয়েছে কংগ্রেস। দুমকায় এগিয়ে রয়েছে জেজেএম। দুমকায় লড়ছেন হেমন্ত সোরেন।
অন্যদিকে দেওঘরে এগিয়ে বিজেপি প্রার্থী নারায়ণ দাস। মোট ১৫ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।অন্যান্যরা এগিয়ে রয়েছে ৬ টি আসনে।
08:00:00 – সকাল ৮ টায় শুরু হয় ভোট গণনা।