জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তান আরও একবার যুদ্ধ বিরতি লঙ্ঘন করল। পাকিস্তান লাগাতার যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ভারতকে উস্কিয়েই যাচ্ছে। তবে ভারতীয় সেনাও পাকিস্তানের এই ফায়ারিং এর যোগ্য জবাব দিচ্ছে। পাকিস্তানের যুদ্ধ বিরতির মোক্ষম জবাব দিয়ে ভারতীয় সেনা দুই পাকিস্তানি সেনাকে খতম করেছে, আর একটি পাক বাঙ্কার ধ্বংস করেছে।
জম্মু কাশ্মীরের পালম্বালা সেক্টরে পাকিস্তানি সেনা যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে। আর ভারতীয় সেনাও সেটার মোক্ষম জবাব দিয়েছে। ভারতীয় সেনা পালটা হানায় দুই পাক সৈনিক খতম হয়েছে। আর একটি পাকিস্তানি সেনার বাঙ্কারকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, শুক্রবার রাত থেকে পাকিস্তানি সেনা ভারতীয় সেনার ছাউনি গুলোকে লক্ষ্য করে গোলাগুলি চালিয়ে যাচ্ছিল।
সংবাদ সংস্থা এএনআই অনুযায়ী, জম্মু কাশ্মীরের তংধার আর কঞ্জালবন সেক্টরে পাকিস্তানের তরফ থেকে যুদ্ধ বিরতি লঙ্ঘন করা হয়। পাকিস্তানের ফায়ারিংয়ে ভারতীয় সেনার কোন ক্ষয়ক্ষতির খবর নেই।
ভারতীয় সেনা দ্বারা পাকিস্তানকে লাগাতার উচিৎ শিক্ষা দেওয়ার পরেও তাঁরা শুধারানোর নাম নিচ্ছে না। পাল্মবালা আর তংধারের পর পাকিস্তানি সেনা এবার পাক পিওকের নীলম ঘাঁটি থেকে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে। ভারতীয় সেনাও পাকিস্তানের একটা গুলির জবাবে ১০ টা করে গুলি চালিয়ে মোক্ষম জবাব দিচ্ছে।