শেষ পর্যন্ত আইনের রক্ষায় তথা সম্মানে আইনজীবীরা পথে নামলেন। আজ দুপুর একটা নাগাদ হাইকোর্ট চত্বরে কলকাতা হাইকোর্টের একদল আইনজীবী সর্বভারতীয় আইনজীবীদের সংগঠন “অখিল ভারতীয় অধিবক্তা” পরিষদ স্বীকৃত ন্যাশনালিষ্ট ল-ইয়ার্স ফোরামের সদস্যবৃন্দ কলকাতা হাইকোর্ট ও ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে মৌন মিছিল করে জনসাধারণের উদ্দেশে মিছিল করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার এবং দেশের আইনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান।
অধিবক্তা পরিষদের পক্ষে কলকাতা হাইকোর্টের প্রবীন আইনজীবী তথা অধিবক্তা পরিষদের প্রাদেশিক আহ্বায়ক আইনজীবী অজয় কুমার নন্দী সাংবাদিকদের জানান, গত 12 ডিসেম্বর ভারতীয় সংসদের দুই কক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল সাংবিধানিক রীতি অনুযায়ী পাশ হয়। তারপর সাংবিধানিক রীতিতেই রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আইনে পরিণত হয়। CAB এর নাম হয় CAA অর্থাৎ সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট।
রাজ্যের সাধারণ মানুষ দেখেছে গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে এই আইনের বিরোধিতা করে যথেচ্ছাচার চলছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। নষ্ট হয় কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আইনের দিক থেকে চূড়ান্ত অবমাননাকর । সামগ্রিকভাবে এ এক বিপজ্জনক প্রবণতা । দেশ তথা রাজ্যজুড়ে যাতে এই অবস্থা বেশি দিন না চলে তার জন্য আইনজীবিদের পথে নামতে হল বলে অজয়বাবু মন্তব্য করেন। সাধারণ মানুষকে সংবিধানের প্রতি সম্মান রেখে শান্তি বজায় রাখার আহবান জানান তিনি।