জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের অশান্তির ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। বিতর্কিত সাংবাদিক বার্খা দত্ত ওই ভিডিওটি শেয়ার করেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জামিয়া মিলিয়ায় দু’জন প্রতিবাদী ছাত্রী বা ‘শেরো’কে দেখা যাচ্ছে। যাঁরা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে শামিল ছিলেন। ওই ভিডিহওর ছবি থেকে পরিষ্কার ১৫ ডিসেম্বর রবিবার তাঁরা ইচ্ছাকৃতভাবে পুলিশের উপর আক্রমণ চালিয়েছিল।
বার্খা যে দু’জন শেরো’র কথা বলেছেন তাঁদের মধ্যে এক জনের নাম আয়শা রেন্না। যিনি ভারতকে ‘ফ্যাসিস্ট’ বলে উল্লেখ করেছিলেন। কারণ মুম্বই হামলার সঙ্গে জড়িত থাকার অপরাধে সন্ত্রাসবাদী ইয়াকুব মেমনকে ফাঁসি দেওয়ার জন্য।
২০১৫ সালের ৩১ জুলাই আয়শা তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ইয়াকুব মেমন, আমি দুঃখিত #ফ্যাসিস্ট দেশে আমি নিরুপায়। আমি একটি ইক পুতুলের জন্য আফসোস করতে পারি।” জামিয়ায় বিক্ষোভের পরে আয়শার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে এখন ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।