ওয়েব ডেস্কঃ
নাগরিকত্ব সংশধনী আইনের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। এই আইনের মাধ্যমে দেশ থেকে মুসলিমদের বের করে দেওয়া হবে বিভিন্ন মহলে ভুল প্রচার চলছে। এরই মধ্যে বৃহস্পতিবার অজমের দরগার প্রধান জইনুল আবেদিন আলী খান বলেন, ভারতে বসবাসকারী মুসলিমদের ভয়ের কিছু নেই। এই আইনের মাধ্যমে তাঁদের নাগরিকত্বের উপরও কোনও প্রভাব পড়বে না।
তিনি মুসলমানদের নিশ্চিত করে আরও বলেন, সরকার মুসলিম সম্প্রদায়ের মানুষদের সঙ্গে আলোচনা করেই এই আইন নিয়ে এসেছে। তাই এতে ভয় পাওয়ার কারণ নেই। অন্যদিকে জামিয়া মিলিয়া ইসলামিয়াতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রসঙ্গে আবেদিন কেন্দ্রের কাছে আবেদন জানান, এই নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশ যাতে কোনও না হয়রানি করে। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আইন নিজের হাতে তুলে নিতে নির্দেশ করেন। তিনি বলেন, ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ। তাঁদের বাবা মায়ের অনেক আশা তাঁদেরকে নিয়ে। তাই কোনওরকম বিশৃঙ্খলা করে আইন নিজের হাতে তুলে নেবেন না।
এর আগে জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী মুসলিম সমাজকে অশান্তি এড়াতে আবেদন করেছেন। তিনি নিউ দিল্লির একটি সভা থেকে বলেন, ভারতবাসী হিসেবে প্রত্যেকে গণতান্ত্রিক ভাবে আন্দোলন করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কেউ আটকাবে না। আমাদের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে।