জামিয়ার পড়ুয়াদের ‘সোশ্যাল’ বার্তা ও জামিয়া বিক্ষোভকারীদের বিরিয়ানির বন্দোবস্তের ভিডিও ভাইরাল

বুধবার রাত থেকেই সোশ্যালি ভাইরাল একটি ভিডিও | মাত্র ৪৪মিনিটের ভিডিওটিতে দেখা গিয়েছে একটি ছাত্রী ও তিনজন ছাত্রকে | তারা প্রত্যেকেই জামিয়া মিলিয়ার পড়ুয়া বলেই দাবি করেছে | ছাত্রীর মুখটিও বিশেষ ভাবে পরিচিত | একেক জনের মুখ দিয়ে বলানো হয়ছে একেকটি বার্তা | ছাত্রীটির সাফ কথা ,তাদের এই আন্দোলনের সঙ্গে রাজনীতির কোন যোগ নেই | বিরোধী পক্ষের উসকানিতে তারা এই আন্দোলন করছেন না | সাফ জানায় ওই ছাত্রী | তারপরের জন জামিয়ার যে দুজন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন তারা তাদের অসম্পূর্ণ কাজ এগিয়ে নিয়ে যাওয়ার দাবি করছেন অনেকটা দেহাদের কায়দায় |

আরেকজন এই আন্দোলনকে জিইয়ে রাখতে বৃহস্পতিবারে দিল্লির রাজপথএ মিছিলে অংশ গ্রহণ করার খোলা আহ্বান জানান | অন্যদিকে শেষ জনের বার্তাটিও ততোধিক গুরুত্বপূর্ণ | আসামের এনআরসি ও তার পরবর্তীকালে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে সে রাজ্যের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার রয়েছে শেষ বার্তাটিতে | জামিয়া ও উত্তর-পূর্ব ভারতের বিক্ষোভকে এক করার ডাক যেন রয়েছে তাতে |

স্বাভাবিকভাবে উপরের এই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে | কিন্তু রইজিং বেঙ্গলের হাতে আসে আরেকটি ভিডিও |সেই ভিডিওর সত্যতা যাচাই করেননি টিম রাইজিং |সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে বিরিয়ানির হাঁড়ি থেকে থালায় থালায় পরিবেশিত হচ্ছে গরম গরম বিরিয়ানি |

আর পিছনে শোনা যাচ্ছে আজাদির স্লোগান | যিনি এটি পোস্ট করেন পেশায় তিনি সাংবাদিক| পোস্টের নীচে লেখেন যে,এখান থেকে দুদিন আগে থেকেই জামিয়াতে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে বিরিয়ানি সরবরাহ করছে | কিন্তু কারা এরা? কেনই বা তারা নিজেদের গ্যাঁটের কড়ি খরচা করে বিরিয়ানি খাওয়াচ্ছে ? এই ভিডিও শেয়ার করার পরপরই প্রতিবেদনটি লেখা অবধি ৬৯৩টু শেয়ার হয়ে গিয়েছে | এই দুটি বিরপীত ধর্মী ভিডিও রাইজিং বেঙ্গলের দর্শকরে কাছে তুলে ধরার একটাই উদ্দেশ্য |সব দিক বিবেচনা করে তবেই মতামত ব্যাক্ত কুরুন সব জায়গায় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.