জামিয়া বিশ্ববিদ্যালয়ে দিল্লি পুলিশের অনুপ্রবেশ নিয়ে যখন পক্ষে ও বিপক্ষে গোটা দেশ তোলপাড়,তখন সেই কাণ্ডে জড়িত থাকার অপরাধে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয় দশ জন | তার মধ্যে চারজনের ছবি প্রকাশ করে দিল্লি পুলিশ |তার মধ্যে চারজনের পূর্বেও অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ পেয়েছে দিল্লি পুলিশ | জামিয়ার ঝামেলায় এরা সক্রিয় থাকলেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোন সম্পর্কই ছিল না বলে দাবি করেন দিল্লি পুলিশ |
এদের শনাক্ত করা সম্ভব হয়েছে | এরা হল অনল, জুম্মান,ইুনিস ও আনওয়ার কালা | এরা প্রত্যেকেই পুলিশের খাতায় দাগী বলেই পরিচিত | প্রশ্ন হচ্ছে তবে কীভাবে এরা সেদিন ওই বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েছিল ?কাদের মদতে সেদিন ওই খণ্ডযুদ্ধ বেঁধেছিল ? পুরোটাই কি তবে পূর্ব পরিকল্পিত? গোয়েন্দা রিপোর্ট কিন্তু সেকথাই বলছে | সদস্য প্রকাশিত রিপোর্টে কট্টরপন্থী মুসলিম সংগঠনের হাত রয়েছে জামিয়ার এই অশান্তিতে তা বলেছে রিপোর্ট |
আর সেকথাতেই শিলমোহর দিচ্ছে এই চারজনের অপরাধের অতীত | এই ছবি চারটি সামনে আসার পর নেটিজেনরা সরব হন এর বিরুদ্ধে | কেউ কেউ বলেন ,জামিয়ার শুধু পড়ুয়ারা নন, দেশ দ্রোহিতাতে মদত দিচ্ছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা | তাদের উচিত সক্রিয় পদক্ষেপ গ্রহণ করে এ সমস্ত বিক্ষোভ বন্ধ করা | কেউ ববলেন এদের পিছনে কারা,খুঁজে বের করুক দিল্লি পুলিশ |
অন্যদিকে দিল্লি পুলিশের পক্ষে স্লোগান দিতে দেখা যায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের হেশ কিচু পড়ুয়াদের | তারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনকারীদের বিপক্ষে সরব হন | সেই ভিডিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে বলেন এরাও পড়ুয়া |তার পাল্টা বিবস্ত্র হয়ে দিল্লির রাস্তায় সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভকারীদের প্রতিবাদের ছবি পোস্ট করেন |
ছবি সৌজন্য : টুইটার