সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ২০১৯ জিতলেন ভারতীয় রাজনীতিবিদ লেখক তথা কংগ্রেস সাংসদ শশী তারুর। তিরুঅনন্তপুরমের এই সাংসদ ২০১৬ সালে ‘একটি অন্ধকারাছন্ন যুগ: ভারতের ব্রিটিশ সাম্রাজ্য’ নামে একটি বই প্রকাশ করেন। সেই বইটির জন্যই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তারুরকে।
আজ দেশের ২৩ টি ভাষার সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপকদের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় অন্যতম একজন হলেন শশী তারুর। ইংরেজি ভাষার ওপর নির্ভরশীল প্রকৃত তথ্য তুলে ধরেন তারুর। তারুর তাঁর বইতে, ভারতে কিভাবে ব্রিটিশরা রাজত্ব করেছে এবং সম্পদ লুট করেছে তাই উল্লেখ করেছেন। লন্ডনে জন্মগ্রহণকারী তারুর ১৯৭৫ সালে দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেছেন। ১৯৭৮ সালে তুফটস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক এবং বিষয় নিয়ে ডক্টরেট করেছেন।
এছাড়া তারুর জাতিসংঘে বিদেশ মন্ত্রকের তথ্য ও জনসংযোগ বিভাগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ইংরেজি ভাষায় দক্ষতা এবং ইন্টারনেটে তার শব্দতালিকা ভাইরাল হওয়ার জন্য তিনি জনপ্রিয়। এর আগে বেশ কিছু জনপ্রিয় বই লিখেও তিনি শিরোনামে এসেছেন। যেমন ‘আমি একজন হিন্দু,’ ‘বিপরীতধর্মী প্রধানমন্ত্রী এবং গৌরবহীন সাম্রাজ্য’।