নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পেশ হওয়ার আগে থেকেই দেশের উত্তর পূর্ব রাজ্য গুলিতে এই বিল বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু সংসদের দুই কক্ষে এই বিল পাস করিয়ে আইনে পরিণত করেছে কেন্দ্র সরকার। আর তারপর থেকে প্রতিবাদ বেড়েছে কয়েক গুণ। কিন্তু চূড়ান্ত এই বিক্ষোভের মুখেও কোনোভাবেই পিছু করতে নারাজ কেন্দ্র।স্পষ্টভাবেই তা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিষ্কার বলেছেন পিছু হটার প্রশ্নই নেই, গোটা দেশে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হবেই।
মঙ্গলবারও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ হয়েছে দিল্লি সহ একাধিক জায়গায়। আর ওই দিনই দিল্লির দ্বারকার একটি এলাকায় সমাবেশে যোগ দিয়ে অমিত শাহ স্পষ্ট বলেছেন, মোদী সরকার আপনাদের সবাইকে নিশ্চিন্ত করছে, ধর্মীয় নিপীড়নের কারণে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে। তারা ভারতীয় হিসেবে সম্মানের সঙ্গে বাঁচবেন। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, আমি ছাত্র সমাজ ও মুসলিম ভাই-বোনদের বলতে চাই, ভয়ের কোনও কারণ নেই। কেউ ভারতীয় নাগরিকত্ব হারাবেন না। ওয়েবসাইটে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। তা সঠিকভাবে পড়ুন। আমি বিশ্বাস করি সবকা সাথ সবকা বিকাশ। কারো সঙ্গে কোনো অন্যায় করা হবে না। তার অভিযোগ, কংগ্রেস এই বিষয়টি নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। তবে এর আগেই বিলের বিরোধিতা করার জন্য কংগ্রেসকে একহাত নিয়েছিলেন অমিত শাহ। বিলের প্রতিবাদে উত্তর-পূর্ব ভারতকে অশান্ত করার পেছনে কংগ্রেসকে দায়ী করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, হিংসায় উস্কানি দিয়ে বেড়াচ্ছে কংগ্রেস। তবে এদিন তিনি স্পষ্ট করে দেন, দেশজুড়ে এই আইনের বিরুদ্ধে যতই আন্দোলন গড়ে উঠুক না কেন কোনোভাবেই এই বিষয়ে পিছু হাঁটবেন না কেন্দ্র। কিছু হোক না কেন প্রতিবেশী দেশের নিপীড়িত ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য যা যা করা দরকার সবই করবে কেন্দ্র। যা কিছু হয়ে যাক, নাগরিকত্ব আইন বলবৎ হবেই, পিছু হটব না।