আসাদউদ্দিন ওয়াইসির (Asauddin Owaisi) পার্টি মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) তথা মিম-এর রাজ্য নেতা জামিরুল হাসানকে গ্রেফতার করল বেনিয়াপুকুর থানার পুলিশ। পুলিশের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বার্তা ছড়িয়ে হিংসার প্ররোচনা দিয়েছিলেন তিনি। গত শুক্রবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে সংখ্যালঘুদের বিক্ষোভের নেপথ্যে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেই খবর। তাই এই সংখ্যালঘু নেতাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিমবঙ্গের সংগঠন বাড়াতে উদ্যোগী হয়েছে মিম। বিহারের কিষাণগঞ্জ বিধানসভা আসনটিতে উপনির্বাচন জিতে যাওয়ার পরই বাংলায় ওয়াইসি তাঁর দলের সংগঠন বাড়াতে আরও জোর লাগিয়েছেন। কোচবিহারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সতর্কবার্তা শুনিয়েছেন মিমের নাম না করেই। নাম না করলেও মুখ্যমন্ত্রীর নিশানা যে আসাউদ্দিন ওয়াইসির দল, তা বুঝতে অসুবিধা হয়নি কারো। জামিরুল হাসানকে গ্রেফতারের পর রাজ্যের মিম নেতারা গা ঢাকা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.