আফিগানিস্তানে ভয়ংকর বিমান হামলা চালাল পাকিস্তান। ঘটনায় মৃত ১৫। বিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। ২৪ ডিসেম্বর রাতে আফিগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলাকে লক্ষ্যে বিমান হামলা চালায় পাকিস্তান। নারী ও শিশু-সহ অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
রিপোর্ট অনুযায়ী, আহতের সংখ্যা বহু। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পাক সেনার অতর্কিত এই হামলার পালটা জবাবের হুঁশিয়ারি দিয়েছে তালিবান। স্থানীয় সংবাদ সূত্রে গত রাতে বারমালের লামান-সহ সাতটি গ্রামের হামলা করে পাক বায়ুসেনা। এই অভিযানে পাক তালিবানের প্রশিক্ষণ কেন্দ্রটি ধ্বংস হয়েছে।
এদিকে হামলার পর গোটা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। তালিবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান হামলার নিন্দা করেছে। এবং এই হামলার পাল্টা জবাব তারা দেবেই। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই হামলার পালটা জবাব তালিবান দেবে। নিজেদের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষার অধিকার আফগানিস্তানের রয়েছে। পাকিস্তান আমাদের দেশের শরণার্থী ও সাধারণ মানুষকে টার্গেট করে এই হামলা চালিয়েছে। তালিবানের দাবি ওয়াজিরিস্তানের শরণার্থী শিবিরকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। ওয়াজিরিস্তানে পাকিস্তানের হামলার পর সেখানকার বহু মানুষ শরণার্থী হয়ে আফগানিস্তানের আশ্রয় নেন।
হঠাত্ কেন এই বীভত্স হামলা? জানা গিয়েছে, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেকার সম্পর্ক ইতোমধ্যেই বেশ জটিল। সম্প্রতি পাকিস্তানের অন্যতম অস্বস্তির কারণ তেহরিক-ই-তালিবান পাকিস্তানে (টিটিপি) জঙ্গিরা। এই সংগঠন পাকিস্তানের বালুচিস্তান-সহ একাধিক জায়গায় হামলায় চালায়। যার ফলে বিরাট ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হয়েছে পাকিস্তানকে। পাকিস্তানের অভিযোগ, এই সংগঠনের জঙ্গিরা পাকিস্তানে হামলা চালিয়ে আফগানিস্তানে ঢুকে পড়ছে। এবং ওয়াজিরিস্তানের শরণার্থীরাই এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। মনে করা হচ্ছে এর জেরেই হামলা চালিয়েছে পাকিস্তান।