চলতি সিরিজ়ে দু’টি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। তার মধ্যে অ্যাডিলেডে জিতিয়েছেন দলকে। মেলবোর্ন টেস্টের আগে সেই ট্রেভিস হেড চোট পাওয়ায় কিছুটা আশার আলো ছিল ভারতীয় শিবিরে। তা আর থাকল না। হেড সুস্থ হয়ে গিয়েছেন। মেলবোর্ন টেস্টের প্রথম একাদশেও থাকবেন।
বৃহস্পতিবার প্রথম একাদশ ঘোষণা করতে গিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, “ট্রেভ সুস্থ। ও খেলবে। আজ কয়েকটা ছোটখাটো পরিবর্তন করে নিয়েছে। ট্রেভের চোট নিয়ে কোনও চিন্তা নেই। সম্পূর্ণ সুস্থ হয়ে ও খেলতে নামছে।”
প্রত্যাশামতোই স্যাম কনস্টাসের অভিষেক হতে চলেছে মেলবোর্নে। তিনি নেথান ম্যাকসুইনির জায়গায় প্রথম দলে এসেছেন। এ ছাড়া চোট পাওয়া জশ হেজ়লউডের জায়গায় দলে এসেছেন স্কট বোলান্ড। ব্রিসবেনে পেশিতে চোট পেয়েছিলেন হেড। বৃহস্পতিবার দলের ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন।
কামিন্স জানিয়েছেন, সিরিজ়ের সর্বোচ্চ রান সংগ্রাহক হেড এ দিন নেটেও অনুশীলন করেছেন। তবে ম্যাচের সময় ফিল্ডিং করতে নেমে কোনও সমস্যা হলে সেটা দল সামলে নিতে পারবে। কামিন্সের কথায়, “মনে হয় না ওকে খেলাতে দল পরিচালন সমিতির কোনও সমস্যা রয়েছে। পুরো ম্যাচই খেলতে পারবে। তবে ফিল্ডিংয়ের সময় অস্বস্তি হলে সেটা আমরা বুঝে নেব।”
পাঁচটি ইনিংসে ৪০৯ রান করেছেন হেড। গড় ৮১.৮০। স্বাভাবিক ভাবেই বোঝা গিয়েছে অস্ট্রেলিয়া তাঁকে খেলাতে কতটা মরিয়া। হেডের প্রশংসা করে কামিন্স বলেছেন, “গত ১২ মাসে অবিশ্বাস্য ফর্মে রয়েছে ওরা। আশা করি সেটা বজায় থাকবে। দারুণ সব শট খেলছে। প্রথম বল থেকেই কী ভাবে বিপক্ষকে চাপে ফেলে দিচ্ছে সেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। ও দলে থাকায় আমি খুব খুশি।”