আরজি কাণ্ডে ফের আন্দোলন! ডোরিনা ক্রসিংয়ের বদলে মেট্রো চ্যানেল। ধর্মতলায় শর্তসাপেক্ষে জয়েন্ট প্ল্যাটফর্ম ফর ডক্টরস ধরনার অনুমতি দিল হাইকোর্ট। রাত থেকে শুরু হয়ে দিয়েছে প্রস্তুতি। চলছে মঞ্চ বাঁধার কাজ। আগামীকাল, শুক্রবার দুপুর ২টো থেকে অবস্থানে বসবেন চিকিত্সকরা।
ঘটনাটি ঠিক কী? দেখতে দেখতে প্রায় চার মাস পার। ৯ অগাস্ট আরজি করের সেমিনার রুমে উদ্ধার হয় ট্রেইনি ডাক্তারের অর্ধনগ্ন দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। এরপর হাইকোর্টে নির্দেশে যখন তদন্তে নামে সিবিআই, প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তত্কালীন ওসি অভিজিত্ মণ্ডল। কিন্তু ৯০ দিনের মধ্য়ে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে নিয়মাফিক জামিন পেয়ে গিয়েছেন দু’জনই।
রবিবার কলকাতার পুলিস কমিশনারকে চিঠি দিয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম ফর ডক্টরস তরফে জানানো হয়েছে , সন্দীপ ও অভিজিত্ জামিনের প্রতিবাদেই ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধরনায় বসতে চান সংগঠনেক সদস্যরা। কবে? চলতি মাসের ১৭ থেকে ২৬ তারিখ পর্যন্ত। কিন্তু অনুমতি মেলেনি। জবাবে চিঠিতে চিকিত্সকদের জানানো হয়, ডোরিনা ক্রসিংয়ের মতো জায়গায় এই ধরনের কর্মসূচির জেরে যানজট সৃষ্টি হতে পারে। এরপরই মামলা গডায় কলকাতা হাইকোর্টে।
এদিকে সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজি করে নির্যাতিতার বাবা ও মা। ফের নতুন করে তদন্তের আর্জি জানিয়েছেন তাঁরা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, ‘আপনারা সাক্ষ্য গ্রহণ সন্তুষ্ট নন’? বলেন, বিচার প্রক্রিয়া আটকানো যাবে না। সুপ্রিম কোর্ট তদন্তের অগ্রগতি দেখছে। আমি দেখব ভিক্টিমের বাবা-মা যা বলছেন সেটা নিয়ে কি তদন্তের অগ্রগতি কি! চার্জশিট জমা দেওয়ার পর তদন্ত কি হয়েছে? আরও কাউকে তদন্তের স্বার্থে প্রয়োজন কিনা সেটা জানাবে সিবিআই’। ২৪ ডিসেম্বর পরবর্তী শুনানি।