২৪ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার দুই। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর মাটিয়ারী সীমান্তের। বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়নের বড় সাফল্য।
বিএসএফ সূত্রে জানাগেছে, রাতে কুয়াশার মধ্যে সীমান্তের তারকাটার বেড়া থেকে ফেন্সিডিল ছোড়ার সময় গ্রেফতার করা হয় ইয়ামিন মালিতা ও জাহির মালিককে। দু’জনেই কৃষ্ণগঞ্জের মাটিয়ারী বাগান পাড়ার বাসিন্দা। দুই যুবক বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে ফেনসিডিল নিয়ে যায় সীমান্তে। চার বান্ডিল ফেন্সিডিল তাঁরকাটার ওপর থেকে ছোড়ার সময় বিএসএফ জওয়ানরা তাড়া করলে দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিএসএফের জওয়ানরা তাড়া করে ওই দুই যুবককে দু’ বান্ডিল ফেন্সিডিল সহ গ্রেফতার করতে সক্ষম হয়। বাকি কয়েক বান্ডিল তারকাটার ওপারে ছুড়ে ফেলায় বাংলাদেশি চোরাকারবারিরা নিয়ে পালিয়ে যায়। বিএসএফ ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে এই কাজের সাথে কারা কারা যুক্ত। কোথা থেকে আনা হয়েছিল ফেনসিডিলগুলি?
বর্তমানে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণেই ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি রয়েছে বিএসএফের। তৎপরতার সঙ্গে নজরদারিতে একের পর এক গ্রেপ্তার করছে বিএসএফ।